ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভাঙা নিয়ে এই বড় বার্তা দিলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আধুনিক যুগের ফুটবলের দুই সেরা ফুটবলার হিসেবে নাম আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। মেসি ও রোনাল্ডোর দ্বৈরথ এত বছর ধরে চলে এসেছে। কিন্তু আজ কেরিয়ারের অন্তিম পথে দুই মহাতারকা।
একদিকে যখন মেসির কৃতিত্ব ভাঙেন রোনাল্ডো, অন্যদিকে রোনাল্ডোর রেকর্ডও ভাঙেন মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডোর রেকর্ড ভাঙা নিয়ে বড় বার্তা দিয়েছেন মেসি।
রোনাল্ডোর রেকর্ড ভাঙা কতটা গুরুত্বপূর্ণ মেসির কাছে? এই নিয়ে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, "না, কিছুটা গুরুত্ব দেয়। আগেও বলেছি, কেরিয়ারের এই পর্যায়ে এসে, আমি এসব নিয়ে নজর দিই না।"
আরও পড়ুন - স্বপ্নপূরণের পর প্রথম জন্মদিনে বিশ্বজুড়ে সেলিব্রেশন, ৩৬ বছরে পা দিলেন লিও মেসি
"আমি নজর দিই আর্জেন্টিনা আর ক্লাব পর্যায়ে কি পেতে পারি, যেখানে আমি ভাগ্যবান চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ খেতাব জিততে পেরে।"
"আমি ভাগ্যবান যে আমি সব জিতেছি, আর কেরিয়ারের শেষে সেটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই, গোল আর রেকর্ড থাকবেই, কিন্তু আমি মনে করি, সেগুলি খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে এগুলি ভালো উপলব্ধি।"
তবে আবারও মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা যাবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে। বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছেন সৌদি আরবের আল নাসেরে। অন্যদিকে মেসি যোগ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে।