'ম্যাজিক'ম্যান লিও মেসি! বলিভিয়ার বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিকে ভাঙলেন পেলের এই বড় রেকর্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নেমেছিল আর্জেন্টিনা। আর সেই ম্যাচে আবারও নিজের ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। দুরন্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে সহজ জয় এনে দেন লিও।
বুয়েনোস আইরেসে হওয়া ম্যাচের ১৪ মিনিটে বাঁদিকে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁক খাওয়ানো শটে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৬৪ মিনিটে আরও একটি গোল করে লিও। শেষে দুরন্ত শটে ৮৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টিনার অধিনায়ক। আর এই হ্যাটট্রিকের জেরে কিংবদন্তী পেলের রেকর্ড ভাঙলেন লিও।
বর্তমানে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে শীর্ষে উঠলেন লিওনেল মেসি। এর আগে ৭৭ গোল করে শীর্ষে ছিলেন পেলে। কিন্তু এই হ্যাটট্রিকের সৌজন্যে মেসি ৭৯টি গোল করে ফেললেন আর্জেন্টিনার হয়ে, এবং তা করেছেন ১৫৩টি ম্যাচে। এদিকে ১১২ ম্যাচে ৬৮টি গোল করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নেইমার।
যদিও আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রয়েছেন মেসি। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৮০টি ম্যাচে ১১১টি গোল করে শীর্ষে রোনাল্ডো।