রোনাল্ডোকে সই করলে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি! দিলেন হুঁশিয়ারি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করতে আগ্রহী একাধিক দল। প্যারিস সেইন্ট জার্মেইনও দীর্ঘদিন রোনাল্ডোকে পেতে আগ্রহী ছিল। কিন্তু যদি রোনাল্ডোকে নেয় পিএসজি, তাহলে আর এক মহাতারকা বিদায় নেবেন ক্লাব থেকে।
আর সেই মহাতারকা হলেন লিওনেল মেসি। এল ন্যাসিওনালের রিপোর্ট অনুযায়ী, পিএসজির শীর্ষকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন মেসি। যদি রোনাল্ডোকে পিএসজি সই করায়, তাহলে তিনি ক্লাব ছাড়বেন।
বিশ্ব ফুটবলে এমন কেউ নেই, যিনি চান না যে মেসি ও রোনাল্ডো একই দলে খেলুক। দুই মহাতারকাকে একই দলের হয়ে খেলার স্বপ্ন সকলেরই রয়েছে। কিন্তু সেটি আপাতত না হওয়ারই সম্ভাবনা রয়েছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য আর্জি জানিয়েছেন। এবং পারিবারিক কারণ দেখিয়ে ইউনাইটেডের থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রাক মরশুম সফরে যাননি রোনাল্ডো।