বাইসাইকেল কিকে ফর্মে ফেরার ডাক দিলেন লিওনেল মেসি, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে পিএসজির হয়ে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি লিওনেল মেসি। কিন্তু এবার নিজের সেরাটা দিতে মরিয়া লিও। আর তারই ছবি দেখিয়ে দিলেন ফ্রেঞ্চ লিগের প্রথম ম্যাচেই।
শনিবার ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় পায় পিএসজি, আর সেই ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। ম্যাচের ৮০তম মিনিটে মেসি বল বাড়ান নেইমারকে, যিনি গোলের সামনে এলে পুনরায় পাস বাড়ান মেসির উদ্দেশ্যে, গোল করতে কোনও ভুল করেননি লিও।
কিন্তু আসল চমক আসে ৮৬তম মিনিটে। বক্সের ভিতর বাইসাইকেল কিকে দুরন্ত গোল করেন লিওনেল মেসি। আর এই গোলের ভিডিও মারাত্মক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মেসি ছাড়াও গোল করেন নেইমার, আচরাফ হাকিমি ও মারকুইনহোস। শেষের ১০ মিনিটে জোড়া গোল করেন লিওনেল মেসি।