লিওনেল মেসির মুকুটে নয়া পালক, সেরা দল বিশ্বজয়ী আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সোমবার প্যারিসে ২০২৩ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতলেন লিওনেল মেসি।
গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনার দুরন্ত জয়ের নেতৃত্ব দেওয়ার জন্য এই পুরস্কার জিতেছেন মেসি। এই নিয়ে দ্বিতীয়বার লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন মেসি। এছাড়াও বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল।
ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্টাপেন, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, এনবিএ আইকন স্টিফেন কারি এবং রেকর্ড-ব্রেকিং পোল ভল্টার মন্ডো ডুপ্ল্যান্টিসও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
এদিকে, ক্রিশ্চিয়ান এরিকসেন ২০২১ সালের জুন মাসে মাঠে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হওয়ার পরে প্রিমিয়ার লিগে সফলভাবে ফিরে আসেন সেই জন্য তিনি লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন।
বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার: লিওনেল মেসি।
বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার: শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।
বর্ষসেরা দলের পুরস্কার: আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল।
ব্রেকথ্রু অফ দ্য ইয়ার পুরস্কার: কার্লোস আলকারাজ
কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কার: ক্রিশ্চিয়ান এরিকসেন।