মেক্সিকোর বিরুদ্ধে জিততেই হবে জানতাম, জয়ের পর বার্তা লিওনেল মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের মহারণে মেক্সিকোকে ২-০ ফলে হারিয়ে আশা জিইয়ে রাখল আর্জেন্টিনা। এবং যখন সব থেকে বেশি প্রয়োজন, তখনই কাজের কাজটা করে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
দ্বিতীয়ার্ধে দুরপাল্লার শটে মেক্সিকোর গোলকিপার গুইয়েরমো ওচোয়াকে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এবং এই জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বুঝিয়ে দিলেন মেসি।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মেসি বলেছেন, "এটা কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য কারণ মেক্সিকো ভালো খেলছিল। আমরা প্রথমার্ধে অনেক বেশি জোর দিয়ে নেমেছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা শান্তভাবে খেলি এবং নিজেদের মধ্যে ফিরে আসি। এই জয়টা ড্রেসিংরুমে অনেকটাই স্বস্তি এনেছে এবং আমাদের অনেক আনন্দ দিয়েছে।"
এরপর মেসি বলেছেন, "প্রথম ম্যাচটা আমাদের ভুগিয়েছে, আর সেই হারের পিছনে অনেক কারণ ছিল। আমরা জানতাম এই ম্যাচে আমাদের জিততেই হবে, ভেবেছিলাম আরও একটি বিশ্বকাপ শুরু হল, আর দল হিসেবে আমরা জানি আমাদের কি করতে হবে।"
এবার সামনে পোল্যান্ড, যারা সৌদি আরবকে ২-০ ফলে হারিয়েছে। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মেসি বলেছেন, "আমরা এখনই হাল ছেড়ে দিতে পারি না। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।"