সৌদির কাছে অঘটনের পরেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনটি ঘটল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। আর এই ফলে হতবাক গোটা ফুটবল বিশ্ব।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, টানা ৩৬ ম্যাচ অপরাজিত, দলের সেরা তারকা লিওনেল মেসি অনবদ্য ফর্মে - তা সত্ত্বেও এই ফলাফল একেবারেই অনভিপ্রেত। তবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আত্মবিশ্বাসী নিজের দলকে নিয়ে।
ম্যাচের পর মেসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "আমাদের শূন্য থেকে শুরু করতে হবে, ভাবতে হবে কোথা থেকে আমরা আসছি। আমাদের ভাবতে হবে আগামী দিনে কি আসছে আমাদের দিকে।"
"আমরা জানি সৌদি আরব খুব ভালো দল যেখানে খুব ভালো খেলোয়াড় রয়েছে। ওরা বল নিয়ে ভালো খেলতে পারে এবং ওরা লাইনটা অনেক পুশ করতে পারে। আমরা এই নিয়ে কাজ করেছিলাম, তবে আমরা বেশিই এগিয়ে গিয়েছি বারবার।"
এরপর আর্জেন্টিনার অধিনায়ক আশ্বাস দিয়েছেন, দল হিসেবে ওরা আরও বেশি জোটবদ্ধ হয়ে নামবে। মেসি বলেছেন, "এর কোনও অজুহাত হতে পারে না। আমরা আরও সংঘবদ্ধ হবো। এই দলটা অনেক শক্তিশালী এবং এর আগেও তারা সেটি প্রমাণ করেছে। এটি এমন একটি পরিস্থিতি যা আমাদের দীর্ঘদিন ভুগতে হয়নি। এখন আমাদের দেখাতে হবে যে এটি একটি সত্যিকারের দল।"
শেষে মেসি বলেছেন, "এটি সকলের জন্য বড় ধাক্কা, আমরা এভাবে শুরু করব ভাবিনি। এমনটা হওয়ার কারণ থাকে। আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের জিততে হবে এবং সেটি আমাদের উপরই নির্ভর করছে।"
আগামী ২৭ নভেম্বর লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা তাদের পরের ম্যাচ খেলবে মেক্সিকোর বিরুদ্ধে।