মেসির কাছ থেকে এই মূল্যবান জিনিস পেতে এক মিলিয়ন ডলার দিতে চান এই ভক্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের খরা কাটিয়েছেন লিওনেল মেসি। এবং অধিনায়ক হিসেবে যখন মেসি ট্রফিটি নিতে যান, সেই সময়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো ও কাতারের এমির তাকে একটি বিশেষ কোট পরিয়ে দেন, যা আরবীয় দেশে বিস্ত হিসেবে পরিচিত।
এবার সেই বিস্ত মেসির থেকে নিতে চান এক আইনজীবী, যার নাম আহমেদ আল বারওয়ানি। এবং সেটি পেতে এক মিলিয়ন ডলার দিতে রাজি তিনি। নিজের টুইটারে আহমেদ লিখেছেন, "আমি আপনাকে এক মিলিয়ন ডলারের প্রস্তাব দিচ্ছি আমায় এই বিস্ত দেওয়ার জন্য।"
মেসি যে বিস্তটি পড়ে বিশ্বকাপের ট্রফি তুলেছিলেন, সেটি উটের চুল ও ভেড়ার লোম দিয়ে তৈরি। এবং এটি আরবীয় দেশের রাজপরিবারের সদস্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা পরে থাকেন। এবং লিওনেল মেসিকে সম্মানিত করতে এই বিশেষ বিস্ত পরান কাতারের এমির।