মেসির পেনাল্টি মিস কি আর্জেন্টিনাকে বিশ্বজয়ী করবে? বলছে এই আকর্ষণীয় তথ্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় উঠল আর্জেন্টিনা। তবে এই ম্যাচে আকর্ষণীয় হয়ে দাঁড়ায় লিওনেল মেসির পেনাল্টি মিস।
৩৮ মিনিটে ভিএআর আর্জেন্টিনার তরফে পেনাল্টি দেয়, যদিও সিদ্ধান্তটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে লিওনেল মেসির পেনাল্টি দুরন্ত উপায়ে বাঁচিয়ে দেন পোলিশ গোলকিপার ওচিয়েচ সেজনি। কিন্তু তা সত্ত্বেও দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে পোল্যান্ডকে হারায় আর্জেন্টিনা।
কিন্তু লিও মেসির এই পেনাল্টি মিস নিয়ে একাধিক আলোচনা শুরু হয়েছে। এবং একটি আকর্ষণীয় তথ্য উঠে এসেছে, যা থেকে বোঝা হচ্ছে, মেসির এই পেনাল্টি মিসই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেবে। কিভাবে? চলুন জেনে নিই।
এর আগে আর্জেন্টিনা দুইবার বিশ্বকাপ জিতেছে, ১৯৭৮ ও ১৯৮৬ সালে। এবং দুইবারেই দেখা গিয়েছে, টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে পেনাল্টি পেয়ে সেটি মিস করেছে আর্জেন্টিনা।
১৯৭৮ সালে, ইতালির বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি মিস করেন মারিও কেম্পেস। যদিও ফাইনালে তারই জোড়া গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
এরপর ১৯৮৬ সালে নিজেদের তৃতীয় ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটি ২-০ ফলে জিতলেও পেনাল্টি মিস করেন দিয়েগো মারাদোনা। শেষে ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ ফলে হারিয়ে বিশ্বজয়ী হয় আর্জেন্টিনা।
আর এবার মেসির পালা। তাহলে কি এই পেনাল্টি মিসই আর্জেন্টিনাকে তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন করে দেবে? উত্তর সময়ই বলবে।