রিকলমের প্রতি অন্যায়ের প্রতিবাদে অনন্য সেলিব্রেশন মেসির! জানুন আসল কাহিনী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে সেমিতে যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা। আর এই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
তবে ম্যাচের একটি মুহুর্ত নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পেনাল্টি থেকে গোল করার পর মেসি দুই কানে হাত তুলে বিশেষ সেলিব্রেশন করেন, যা সচরাচর তিনি করেন না। আর এই সেলিব্রেশনটি তিনি করেন স্বয়ং নেদারল্যান্ডসের হেড কোচ লুই ভ্যান গালের উদ্দেশ্যে।
কিন্তু কেন এমন সেলিব্রেশন করলেন মেসি? আসলে এই সেলিব্রেশন করতেন আর্জেন্টিনার প্রখ্যাত ফুটবলার রিকলমে। তবে শুধুই কি দেশের প্রাক্তন তারকার প্রতি সম্মানে এমন সেলিব্রেশন করলেন মেসি? এর মধ্যে রয়েছে বিশেষ এক ঘটনা।
২০০৩ সালে বোকা জুনিয়র্স থেকে বার্সিলোনায় যোগ দিয়েছিলেন রিকলমে। সেই সময়ে ব্রাজিলের আর এক প্রখ্যাত ফুটবলার রিভাল্ডো ক্লাব ছেড়েছিলেন। এবং রিভাল্ডোর এভাবে চলে যাওয়া এবং রিকলমের আসা নিয়ে খুশি ছিলেন না তৎকালীন বার্সা কোচ ভ্যান গাল। তিনি এটিকে সরাসরি রাজনৈতিক চক্রান্ত হিসেবে তুলে ধরেছিলেন।
এবং সেই সময়ে দুর্দান্ত ফুটবল খেললেও ভ্যান গালের চক্ষুশূল হয়ে উঠেছিলেন রিকলমে। গোল ও অ্যাসিস্ট করেও ভ্যান গাল তার প্রতি কোনও সহমর্মিতা দেখাননি। এদিকে দিনের পর দিন বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। ৫ বছর কাটানোর পর ২০০৮ সালে বার্সিলোনা ছেড়ে বোকা জুনিয়র্সে ফিরে যান রিকলমে।
এবার রিকলমের প্রতি ভ্যান গালের সেই অন্যায়েরই প্রতিবাদে এমন সেলিব্রেশনে মাতেন মেসি। আর শুধু সেলিব্রেশন নয়, অসাধারণ ফুটবল খেলে ভ্যান গালের দেশকে বিশ্বকাপ থেকে বিদায়ও জানালেন মেসি।