নির্বাসন থেকে ফিরেই সমর্থকদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নির্বাসন কাটানোর পর আবারও মাঠে ফিরলেন লিওনেল মেসি, কিন্তু ব্যক্তিগতভাবে সেই ফেরাটা ভালো হল না লিওর জন্য। শনিবার লিগ ওয়ানে আজাসিওর বিরুদ্ধে শুরু থেকেই খেলেন লিও, সেই ম্যাচে ৫-০ ফলে জেতে পিএসজি।
কিন্তু পার্ক ডে প্রান্সে উপস্থিত পিএসজি সমর্থকরা আবারও লিওনেল মেসির উদ্দেশ্যে বিরোধিতার আওয়াজ তুলেই গেল, আবার অনেকে মেসির প্রতি সমর্থনও জারি রেখেছে। যখনই মেসির পায়ে বল এসেছে, তখনই সমর্থকরা 'বুউউউউ' চিৎকারে সামিল হয়েছে, আবার অনেকে উল্লাসও করেছেন।
গত সপ্তাহান্তে সৌদি আরবে ছুটি কাটাতে গিয়েছিলেন লিওনেল মেসি, যা ক্লাবের তরফ থেকে মান্যতা দেওয়া হয়নি। এই কারণে শাস্তি হিসেবে মেসিকে দুই সপ্তাহের বেতন কেটে নির্বাসিত করেছিল পিএসজি। যদিও পরে এর জন্য ভিডিও বার্তার মাধ্যমে সর্বসমক্ষে ক্ষমাও চেয়েছেন লিও, যার ফলে তার নির্বাসন তুলে দেওয়া হয়।
ম্যাচের কথা বললে, কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, ফাবিয়ান রুইজ ও আচরাফ হাকিমি এবং আজাসিওর মহম্মদ ইউসুফের আত্মঘাতী গোলে জয় পেল পিএসজি। লিগের বাকি তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই লিগ খেতাব ঘরে তুলবে প্যারিস সেইন্ট জার্মেইন।