এ কেমন আচরণ! প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে সৌজন্যতা দেখালেন না লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা। আর এই ম্যাচে পেনাল্টি মিস করলেও বেশ আকর্ষণীয় ফুটবল খেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
তবে ম্যাচের মাঝে একটি মুহুর্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্ব ফুটবল মহলে। ম্যাচের শেষের দিকে পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি ফাউল করেন লিওনেল মেসির উপর। এরপর যখন লেওয়ানডস্কি সৌজন্যতার খাতিরে হাত বাড়িয়ে দেন মেসির উদ্দেশ্যে, তখন সেটিকে একেবারে এড়িয়ে যান সাতবারের ব্যালন ডি অর জয়ী।
দেখুন ভিডিও -
তবে ম্যাচের পর দুই দলের দুই সুপারস্টারের মধ্যে সেই দুরত্বের ছবি দেখা যায়নি। একে অপরকে জড়িয়ে ধরেন লিও ও লেওয়ানডস্কি। কানে কানে লেওয়ানডস্কিকে কিছু বুঝিয়েও দেন লিও।
এদিকে শুধু আর্জেন্টিনা নয়, এই পরাজয় সত্ত্বেও শেষ ষোলোয় উঠল পোল্যান্ড। মেক্সিকো সৌদি আরবকে ২-১ ফলে হারালে পয়েন্ট সমান হয়ে যায় পোল্যান্ড আর মেক্সিকোর। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় শেষ ষোলোয় উঠে গেল পোল্যান্ড।