বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের তকমা পেলেন মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মেসি পেলেন 'চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন' পুরস্কার, তাও আবার একটি ফরাসি পত্রিকা 'এল ইকুইপ' থেকে, যেই প্রকাশনী তাকে বহু কটাক্ষ করেছিল, যখন তিনি পিএসজির হয়ে তার প্রথম মরশুম খেলছিলেন।
১৯৪৬ শাল থেকে এই পুরস্কার দেওয়া হলেও এই পুরস্কার দেওয়া হত কেবলই ফ্রান্সের নাগরিকদের। পরবর্তীকালে ১৯৭৫ সাল থেকে এই পুরস্কার গোটা বিশ্বের ক্রীড়াবিদদের দেওয়া শুরু হয়।
এই পুরস্কার দেওয়া হয়ে পত্রিকার কর্মচারীদের ভোটের ভিত্তিতে। মেসি এই ভোটে ৮০৮ পয়েন্ট পেয়েছে। মেসি ছাড়াও এই পুরস্কার প্রাপকদের তালিকাতে রয়েছে আরও বেশ কয়েকজন উল্লেখ্যযোগ্য ক্রীড়াব্যক্তিত্বর নাম যেমন রাফায়েল নাদাল, সাইক্লিস্ট রেমকো ইভেনপোয়েল এবং ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্টাপেন।
একথা বহুল প্রচলিত, ফুটবলারদের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এই পত্রিকা বেশ কঠোর। তাদের এই কঠোর রেটিং ব্যবস্থার ফলে পুরস্কার পাওয়া থেকে বিরত থেকেছেন অলিভিয়ের জিরু এবং উসমান ডেম্বেলে।
এর আগে ফুটবল জগৎ থেকে ২০১১ সালে, এই পুরস্কার জিতেছিলেন খোদ মেসিই। এবার দ্বিতীয়বারের জন্য এই পুরস্কার জিতে খেলার জগতে নজির গড়লেন তিনি। খেলার জগতে তিনিই এমন ব্যক্তি যিনি দুবার এই পুরস্কার জিতলেন।
১৯৮৬ সালে মারাদোনা এই পুরস্কার পেয়েছিলেন, এবার দ্বিতীয়বারের জন্য এই পুরস্কার জিতে তিনি আবারও প্রমাণ করলেন তিনিই মারাদোনার যোগ্য উত্তরসূরি।