টি২০-টেস্ট থেকে অবসরের পর কী ওয়ানডে খেলবেন রোহিত-বিরাট? বড় আপডেট দিলেন বোর্ড কর্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের দুটি ফর্ম্যাট অর্থাৎ টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুধু বাকি ওয়ানডে, যেখানে সম্ভবত দুজনের লক্ষ্যই ২০২৭ বিশ্বকাপ জয়। তবে জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকা এই দুই মহাতারকা কি আদৌ খেলবেন ৫০ ওভারের ফর্ম্যাট? এই নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা।
সব জল্পনাকে উড়িয়ে দিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে রাজীব শুক্লা বলেছেন, "আমরা সবাই রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতি অনুভব করছি। রোহিত ও বিরাটের অবসর নেওয়ার সিদ্ধান্তটা সম্পূর্ণ নিজেদের। বিসিসিআইয়ের নীতিই রয়েছে যে আমরা কোনও খেলোয়াড়কে অবসরের জন্য জোর দিই না, আমরা সব সময় ওনাদের সেরা ব্যাটার হিসেবে মনে করি। আমাদের জন্য ভালো ব্যাপার যে দুজনেই ওয়ানডে আন্তর্জাতিকের জন্য থাকছেন।"
একাধিক রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজই সম্ভবত রোহিত ও কোহলির শেষ সিরিজ। তবে বিসিসিআই সহ সভাপতির এই মন্তব্য অবশ্যই নিশ্চিন্তে রাখবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ভারতের, যেখানে সম্ভবত এই দুই মহারথীকে আবারও দেখা যেতে পারে।