মেসি ব্যালেন ডি'অর পেলে তা হবে বিশ্বের ইতিহাসে সবচেয়ে নোংরা ঘটনা! উঠল এই চরম বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে অপমান করে পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ফ্রান্স এর অলিম্পিক সোনাজয়ী বক্সার টনি ইয়োকা। মেসিকে এবারের ব্যালন ডি' অর এর যোগ্য বলে মনে করেন না তিনি। তার পরেও বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান সহ অনেকেই মেসিকে এগিয়ে রাখায় বেজায় চটেছেন এই বক্সার।
ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোষ্ট লিখে তিনি বলেন মেসি কেন এবারের ব্যালন ডি'অর এর যোগ্য নন। তিনি লিখেছেন, "আমরা এমন একজনকে ব্যালন ডি'অর এর মত সম্মান দেয়ার কথা বলছি যার দল অর্থাৎ বার্সিলোনা লা লিগায় তৃতীয় স্থানে শেষ করেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ এ নিজেদের ঘরের মাঠে ১-৪ গোলে হেরে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে।" তিনি আরো লেখেন, "যিনি অর্থাৎ মেসি সুপারকোপা ডি এসপানায় ফাইনালে লাল কার্ড দেখেছে এবং হেরেছে। শুধুমাত্র চিলি, ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে চারটি গোল করার জন্য কাউকে ব্যালন ডি'অর দেওয়া কি সত্যিই যুক্তিযুক্ত?" এই ভাবেই মেসিকে ছোট করে দেখান বক্সার টনি ইয়োকা।
এমন পারফরম্যান্স নিয়ে মেসিকে আবার ব্যালন ডি'অরের শিরোপা দেয়া হলে সেটি ইতিহাসের সবচেয়ে নোংরা ব্যালন ডি'অরের হবে বলে মনে করেন ইয়োকা। তিনি এও উল্লেখ করেন, "মেসি লা লিগায় ২৯টি গোল করেছে এরমধ্যে ২৪টি তালিকার নিচের সাত দলের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে যে পাঁচটি গোল করেছে তার মধ্যে চারটি পেনাল্টি থেকে। এরপরেও যদি মেসি ব্যালন ডি'অরের যেতে তাহলে সত্যি ইতিহাসের সবচেয়ে নোংরা ব্যালন ডি'অরের হবে এটি।"