ফ্রান্সে যোগ্য সম্মান পাননি লিওনেল মেসি! দাবি কিলিয়ান এমবাপ্পের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই মরশুম প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলার পর ক্লাব ছাড়ছেন লিওনেল মেসি। কিন্তু এই দুই বছরে মেসির প্রতি সেভাবে ভালোবাসা দেখাতে পারেননি পিএসজির অধিকাংশ সমর্থক।
এবার পুরোনো সতীর্থের পাশে দাঁড়ালেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি মনে করছেন, মেসির যে সম্মান পাওয়া উচিত, তা দিতে পারেননি ফ্রান্সের ফুটবলপ্রেমীরা।
এই নিয়ে এক ফরাসি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, "আমরা কথা বলছি ফুটবলের ইতিহাসের সম্ভবত সব থেকে সেরা খেলোয়াড়ের। মেসির ছেড়ে যাওয়াটা একেবারেই ভালো খবর নয়। ব্যক্তিগতভাবে, আমি বুঝতে পারছি না কেন এত মানুষ নিশ্চিন্ত হয়েছেন যে উনি চলে গিয়েছেন।"
আরও পড়ুন - পিএসজি ছাড়ার বার্তা দিলেন কিলিয়ান এমবাপ্পে
"আমরা মেসির ব্যাপারে কথা বলছি। ওনাকে সম্মান দেওয়া উচিত, কিন্তু তার পরিবর্তে ফ্রান্সে ওনাকে সেই যোগ্য সম্মান দেওয়া হয় না। এটা লজ্জার, কিন্তু এমনটাই হয়েছে। আমাদের দেখতে হবে কিভাবে ওনাকে পরিবর্তন করা যায়।"
এদিকে পিএসজির সাথে চুক্তিবৃদ্ধি করতে চান না, এমনটাই ক্লাবকে চিঠি দিয়ে জানিয়েছেন ২৪ বছর বয়সী এমবাপ্পে।