গোল নয়, গোলপোস্টের সাথে 'দুর্ভাগ্য' এর প্রেম মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক সময় গোল করা ছিল যার কাছে মুড়ি-মুড়কির মত, সেই লিওনেল মেসিই আজ গোল করার জন্য হাতড়াচ্ছেন। বার্সিলোনা থেকে সাড়া জাগিয়ে পিএসজিতে যোগ দেওয়ার পর অনেকেই আশঙ্কা করেছিলেন, বার্সিলোনার সাফল্য আদৌ পিএসজিতে আনতে পারবেন লিও।
ক্লাবগত দিক থেকে কেবল লিগ ওয়ান খেতাব জিতেছেন মেসি। কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্সে ম্যাজিক দেখা গেলেও পরিসংখ্যান বলছে অন্য কথা। লিগে ২৪ ম্যাচ খেলা মেসির গোল মাত্র চার, যেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ৯ গোল করেছেন লিও।
আর এই পরিসংখ্যান একেবারেই মেসিসুলভ নয়। এমনটা নয় যে তিনি হঠাৎ করেই ফর্ম হারিয়েছেন, কারণ বার্সিলোনার হয়ে শেষ দুই মরশুমে যথাক্রমে ৩১ ও ৩৮ গোল করেছেন।
তাহলে সমস্যা কি? আসলে মেসির প্রেমটা গোল থেকে খানিকটা সরে এসে গোলপোস্টের দিকে সরে এসেছে। এবং এই প্রেম সুখের নয়, দুর্ভাগ্যের।
গত রবিবার ত্রোয়ার বিরুদ্ধে ২-২ ড্র করে পিএসজি, আর সেই ম্যাচে দুইবার গোলপোস্টে মেরেছেন মেসি। সতীর্থদের দিয়ে চলতি মরশুমে ১৩টি গোল করালেও, নিজে গোল করতে গিয়ে পোস্টে মারছেন একাধিকবার।
ফুটবলের তথ্য-ভিত্তিক ওয়েবসাইট 'অপ্টা' এর হিসেব অনুযায়ী, ১০ বার পোস্টে বল মেরেছেন মেসি। যা গত ১৫ বছরে লিগ ওয়ানে এক ফুটবলারের দ্বারা সব থেকে বেশি পোস্টে বল মারার রেকর্ড। এছাড়া চলতি মরশুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব থেকে বেশিবার পোস্টে মেরেছেন লিও, দ্বিতীয় স্থানে রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি, যিনি নয়বার পোস্টে মেরেছেন।