এক বছর চেলসিতে থাকা ক্লিভলি তিন মাসও টিকলেন না! মহমেডানের এই কোচ ইস্টবেঙ্গলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একে একে সকলেই সরে দাঁড়াচ্ছেন এসসি ইস্টবেঙ্গল থেকে। হেড কোচ ম্যানুয়েল ডিয়াজের পদত্যাগের পর সহকারী কোচ রেনেডি সিং পদ ছাড়লেন, অধিনায়কত্ব ছাড়লেন অরিন্দম ভট্টাচার্য। এবার দায়িত্ব ছাড়লেন গোলকিপিং কোচ লেস ক্লিভলি।
দুই দিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় ক্লিভলি লিখেছেন, "আমি এসসি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ দেওয়ার জন্য। আমি এই ক্লাবকে নিয়ে খারাপ কিছু বলতে চাই না। এটি একটি বড় ক্লাব এবং আবারও আমরা উঠে দাঁড়াব। আমাদের সমর্থকরা সত্যিই অসাধারণ। সকলকে ধন্যবাদ।"
রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ক্লিভলির বিদায়ের খবর প্রকাশ করে এসসি ইস্টবেঙ্গল। এবং এর পরিবর্তে মহমেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপিং কোচ মিহির সাওয়ান্তকে মরশুমের বাকি ম্যাচগুলির জন্য এনেছে লাল-হলুদ ব্রিগেড।
এর আগে আইলিগজয়ী গোকুলাম কেরালা দলের গোলকিপিং কোচ ছিলেন মিহির। এছাড়া মিনার্ভা অ্যাকাডেমি, ফতেহ হায়দ্রাবাদ, জামসেদপুরের রিজার্ভ দল ও চার্চিল ব্রাদার্সের গোলকিপিং কোচের দায়িত্ব পালন করেছেন মিহির।
কিন্তু লেস ক্লিভলির এই বিদায় বুঝিয়ে দিয়েছে, এসসি ইস্টবেঙ্গলের এই ব্যর্থতা কতটা গ্লানি এনেছে ম্যানেজমেন্টের মধ্যে। মরশুমে একটিও জয় নেই ইস্টবেঙ্গলের, দলের অন্দরে চলছে সমস্যা। এই পরিস্থিতিতে একে একে সবাই নিজেদের দায়িত্ব ছাড়ছেন।