৪০০ মিলিয়নকে নাকচ! প্রলোভনে পা দিলেন না লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অন্য কোনও পেশাদার ফুটবলার হলে হয়ত এই প্রস্তাবকে গ্রহণ করেন। কিন্তু ফুটবলারটি যদি লিওনেল মেসি হন, তাহলে কিন্তু বিষয়টা একেবারে ভিন্ন হবে।
৬০-৭০ নয়, একেবারে ৪০০ মিলিয়ন ইউরো প্রতি বছর বেতন পাওয়ার প্রস্তাব নাকচ করে দিলেন মেসি! সৌদি আরবের হেভিওয়েট ক্লাব আল হিলাল মেসিকে সই করার জন্য এই বিপুল প্রস্তাব রেখেছিল, কিন্তু সেই প্রস্তাবে না করে দেন লিও।
চলতি মরশুমের শেষে পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। এই পরিস্থিতিতে একাধিক ক্লাব লিওকে নিতে আগ্রহী। সৌদি আরবে আল নাসের যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করায়, তখন সম্ভাবনা তৈরি হয়েছিল, সে দেশের অন্য কোনও ক্লাব হয়ত মেসিকে সই করাতে পারে। সেই মত এগিয়ে আসে আল হিলাল।
কিন্তু আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, মেসি এই প্রস্তাবে রাজি হননি। ইউরোপেই ফুটবল খেলতে চান লিও। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি আগ্রহী হলেও আপাতত সেখানেও লিওর যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এই কারণে সম্ভাবনা বাড়ছে, হয়ত প্যারিস ছেড়ে নিজের পুরোনো ক্লাব বার্সিলোনায় সই করতে পারেন লিও।