প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলের অন্যতম দিকপাল তথা কিংবদন্তী ফুটবলার তুলসীদাস বলরাম বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন বলরাম।
চুনী গোস্বামী ও পিকে ব্যানার্জির পর এবার চলে গেলেন তুলসীদাস বলরামও। ময়দানের ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর, থ্রি মাস্কেটিয়ার্সের কেউই আজ আর নেই আমাদের মাঝে। ভারতীয় ফুটবলের সোনালী যুগের অন্যতম কান্ডারি ছিলেন বলরাম।
হুগলির উত্তরপাড়ায় ভাইঝি, ভাইপোদের দেখাশোনায় থাকতেন বলরাম। লিভারের অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সম্প্রতি বলরামকে দেখতে হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।
ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গলের হয়ে ফুল ফুটিয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। ভারতীয় দলের হয়ে অলিম্পিক দলেও ছিলেন তিনি। হায়দ্রাবাদ ছেড়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে এসেছিলেন বলরাম।
কিন্তু অবসরের পর ইস্টবেঙ্গল ক্লাবের উপর অভিমানী ছিলেন বলরাম। যার ফলে তিনি জানিয়েছিলেন, মৃত্যুর পর তাঁর মরদেহ যেন ইস্টবেঙ্গল তাঁবুতে নিয়ে না যাওয়া হয়।
বলরামের জীবনে নিঃসন্দেহে সব থেকে বড় আক্ষেপ ছিল পদ্মশ্রী না পাওয়া। এমন বড় মাপের একজন ফুটবলারের পদ্মশ্রী না পাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক।