অবস্থা আশঙ্কাজনক, ফের হাসপাতালে ভর্তি পেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও হাসপাতালে ভর্তি করতে হলে ফুটবল সম্রাট পেলেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঠিকমতো খেতে পারছেন না ফুটবল সম্রাট। রয়েছে হৃদরোগের সমস্যা এবং শরীর ফুলে রয়েছে। মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন তিনি।
গত কয়েক দিন ধরে বারবারই হাসপাতালে ভর্তি করতে হয়েছে পেলেকে, তার সঙ্গে রয়েছেন স্ত্রী মারশিয়া। বেশ কিছুদিন ধরেই কেমোথেরাপি দেওয়া যায়নি। এপ্রিলেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।
ইএসপিএন ব্রাজিল জানিয়েছে তার শরীরে ফোলা রয়েছে এবং তাকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়েছে।
৮২ বছর বয়সী কিংবদন্তি কোলন ক্যান্সারে আক্রান্ত হন। ২০২১ সালের সেপ্টেম্বরের তার কোলন থেকে একটি টিউমার সরানো হয় তারপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসার জন্যই হাসপাতালে যেতেন।
যদিও তার পরিবারের সদস্যদের দাবি, ভয় পাওয়ার মত কিছু নেই। তার মেয়ে কেলি নাসিমেন্টো একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি জানিয়েছেন এই মুহূর্তে পেলে স্বাস্থ্যের বিষয়ে কোন উদ্বেগের কারণ নেই।