LeBron James: এনবিএ ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড লেব্রন জেমস এর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাস্কেটবল ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয় লেব্রন জেমসকে। নিজের এমন সুখ্যাতির প্রতি সুবিচার করেই এবার বিশ্বরেকর্ড গড়লেন আমেরিকার এই বাস্কেটবল খেলোয়াড়।
এনবিএ এর ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট স্কোরার হলেন লেব্রন। এনবিএতে সর্বোচ্চ পয়েন্ট স্কোর করার রেকর্ড এর আগে ছিল কারিম আব্দুল-জাব্বারের। ১৯৮৯ সালে তিনি ৩৮,৩৮৭ পয়েন্ট স্কোর করেছিলেন। সেই পয়েন্ট টপকেই ৩৮,৩৯০ পয়েন্ট স্কোর করে বাস্কেটবল দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন লেব্রন।
নিজের কেরিয়ারের ২০তম মরশুমে এনবিএ এর ৩৩ বছরের পুরনো এই রেকর্ড ভাঙলেন লেব্রন জেমস। লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো.কম এরিনাতে অকল্যাহোমা সিটি থান্ডারের বিরুদ্ধে এই রেকর্ড ভাঙেন লস অ্যাঞ্জেলস লেকারস দলের লেব্রন।
নিজের দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে লেব্রন ৪ বার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়াও তিনি পর পর ১৯ বার এনবিএ অল স্টার গেমস খেলেছেন এবং লিগের শ্রেষ্ঠ খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন ৪ বার।
আব্দুল-জাব্বারের থেকে কম ম্যাচ এবং কম সময় খেলে এই রেকর্ড গড়েছেন লেব্রন।
শুধু সর্বোচ্চ পয়েন্টের বিশ্ব রেকর্ডই নয়। লেব্রনের ঝুলিতে রয়েছে আরও কিছু বিশ্ব রেকর্ড। তিনি সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ৫০০০, ১০০০০, ১৫০০০, ২০০০০, ২৫০০০ এবং ৩০০০০ পয়েন্ট স্কোর করার রেকর্ড গড়েন। তিনি প্রথম বাস্কেটবল খেলোয়াড় হিসাবে প্রতিটি এনবিএ দলের বিরুদ্ধে ট্রিপল-ডবল স্কোর করার রেকর্ড গড়েন।
তিনি ২১ বছর ৫১ দিন বয়সে অল-স্টার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। যা আজ পর্যন্ত সবচেয়ে কম বয়সে অল স্টার ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার বিশ্ব রেকর্ড।