মেসি আমায় মেরে ফেলতে চেয়েছিলেন! জাতীয় দলের অধিনায়ককে নিয়ে বড় বার্তা পারেদেসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল দুর্দান্ত ছন্দে রয়েছে। দীর্ঘ বেশ কিছু সময় ধরে তারা অপরাজেয়। জিতেছে কোপা আমেরিকা ও লা ফিনালিসিমা। আর এই অসাধারণ দৌড়ে অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি বড় অবদান রয়েছে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের।
তবে মেসির সাথে প্রথম সাক্ষাতটা একেবারেই ভালো যায়নি পারেদেসের। ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পিএসজি ও বার্সিলোনা। আর সেই ম্যাচে পিএসজি দলে ছিলেন পারেদেস। সেই ম্যাচে পিএসজি ৪-১ ফলে জয়ী হয়েছিল।
কিন্তু সেই ম্যাচে পারেদের নিজের সতীর্থদের উদ্দেশ্যে কড়া কিছু কথা বলেন, যা শুনে নেন প্রতিপক্ষ দলের তারকা লিও মেসি। এবং তারপর পারেদেসের বিরুদ্ধে নিজের জাদু দেখান মেসি। যার ফলে বাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছিল পারেদেসের।
রেডিও কাজা নেগরার সাথে এক সাক্ষাৎকারে এই ঘটনা নিয়ে পারেদেস বলেছেন, "উনি (মেসি) খুব রেগে গিয়েছিলেন। আমার অবস্থা খারাপ করে দেন। খুব খারাপ ছিল। উনি আমায় মেরে ফেলতে চেয়েছিলেন এবং আমি বাড়ি যেতে চেয়েছিলাম।"
কিন্তু সেই ম্যাচের ক্ষোভ পরবর্তী সময়ে তো দেখাননি, বরং নিজের দেশোয়ালি সতীর্থকে ভালোবাসার সাথে গ্রহণ করেন লিও।
এই নিয়ে পারেদেস বলেছেন, "এরপর আমি ওনাকে জাতীয় দলে দেখেছিলাম এবং উনি এমন ভাব দেখিয়েছিলেন যে কিছুই হয়নি। উনি দেখিয়েছিলেন একজন মানুষ হিসেবে তিনি কেমন। সে দিন থেকে সম্পর্কটি বজায় থেকেছে। এখন, আমরা যখন সেই ঘটনা নিয়ে কথা বলি, আমরা নিজেদের হাসি থামাতে পারি না। কিন্তু উনি সেই সময়ে খুব রেগে ছিলেন, আমায় মেরে ফেলতে চেয়েছিলেন।"