পাহাড়ের রাজত্ব লাদাখ পেল প্রথম পেশাদার ফুটবল ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্যতম প্রধান লক্ষ্য হল ভারতবর্ষের প্রতিটি কোণায় ফুটবলকে ছড়িয়ে দেওয়া। এবার ভারতবর্ষের পাহাড়ের রাজত্ব, ১১ হাজার ফিট উচ্চতায় থাকা লাদাখ পেল তাদের প্রথম পেশাদার ফুটবল ক্লাব।
মঙ্গলবার লাদাখের লেহতে উন্মোচিত হল '১ লাদাখ ফুটবল ক্লাব'। শুধুমাত্র ফুটবল নয়, পরিবেশগত দিক থেকেও দৃষ্টান্ত স্থাপন করতে চায় ১ লাদাখ। আগামী ২০২৫ সালের মধ্যে নেট জিরো কার্বনের লক্ষ্যে রয়েছে ১ লাদাখ। এর জেরে দেশের সব থেকে পরিছন্ন ও পরিবেশগতভাবে উন্নত ক্লাব হয়ে ওঠার অঙ্গীকার রয়েছে তাদের।
ইতিমধ্যেই মুখ্য স্পনসর হিসেবে আরসেলোর-মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া এবং কিট স্পনসর হিসেবে ড্যানিশ ব্র্যান্ড হামেলকে পেয়েছে ১ লাদাখ। এছাড়াও কিছু ইউরোপীয় ক্লাব ও সংস্থার সাথে আলোচনা শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
আগামী মে মাস থেকে শুরু হতে চলা লেহ জেলা ফুটবল লিগ থেকে খেলা শুরু করবে ১ লাদাখ এফসি। পাশাপাশি আসন্ন লাদাখ ফুটবল লিগেও খেলতে চলেছে তারা। এই মুহুর্তে ক্লাবের লক্ষ্য, আগামী মরশুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলা।
এই কেন্দ্রশাসিত অঞ্চলের দুটি মাঠের মধ্যে একটিকে নিজেদের হোম ভেন্যু করতে চাইছে ১ লাদাখ এফসি। শুধু পুরুষ নয়, মহিলা ফুটবলেও কাজ করতে উদ্যোগী ১ লাদাখ এফসি। এর জন্য আগামী মরশুম থেকে মহিলা দলও নামাবার কাজ শুরু হয়েছে।
ভারতীয় ফুটবলে লাদাখ ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করেছে। ২০২২ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্বীকৃতি লাভ করে। সেই বছরই ইতিহাস তৈরি করে সন্তোষ ট্রফিতে দল নামায় লাদাখ, যেখানে উত্তরাখন্ডের বিরুদ্ধে ২-২ ড্রও করে তারা। শুধু পুরুষ নয়, মহিলা দল বর্তমানে ছত্তিশগড়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলছে।