এমবাপ্পেই সেরা! মেসিদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে সতীর্থকেই এগিয়ে রাখলেন চুয়ামেনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পল পোগবা ও এনগোলো কান্তের অনুপস্থিতিতে এই ফ্রান্স দলের মাঝমাঠ দারুণভাবে সামলাচ্ছেন অরেলিয়েন চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের তরুণ এই ডিফেন্সিভ মিডফিল্ডার চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দর্শনীয় গোল করেছেন। আর এবার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে চুয়ামেনিকে।
ফাইনালের আগে মেসির বিরুদ্ধে খেলার বিষয়ে সতর্ক চুয়ামেনি। এক সাক্ষাৎকারে চুয়ামেনি বলেছেন, "মেসির বিরুদ্ধে খেলাটা সব সময় স্পেশাল, কারণ উনি একজন দুর্দান্ত খেলোয়াড়। কাজটা কঠিন, তবে আমরা এক সাথে কাজ করে সেটি অর্জন করব। আমরা একটি পরিকল্পনা করব, সুস্থ হয়ে উঠব এবং জেতার জন্য পরিশ্রম করছে কারণ প্রতিপক্ষে মেসি রয়েছেন, কিন্তু সেখানে দশজন খেলোয়াড় রয়েছে ওনার পাশে।"
এদিকে এই ম্যাচে পার্থক্য গড়ে তুলবেন কিলিয়ান এমবাপ্পে, এমনটাই মনে করছেন চুয়ামেনি। তিনি বলেছেন, "আমার কাছে, কিলিয়ান সেরা। আর সেটি উনি রবিবার প্রমাণ করবেন।"
মরক্কোর বিরুদ্ধে সেমি ফাইনালে দুরন্ত ফুটবল খেলেন চুয়ামেনি। ম্যাচে সব থেকে বেশি রিকভার (১১) করেছেন এবং ফ্রান্স দলে তৃতীয় সর্বোচ্চ পাস খেলেছেন (৪০)।