কিলিয়ান এমবাপ্পে কি চলতি বিশ্বকাপের সব থেকে গতিশীল ফুটবলার? জানুন আসল সত্যি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপে দুর্ধর্ষ ছন্দে রয়েছেন ফ্রান্সের সুপারস্টার ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এবং ফ্রান্সের সেমি ফাইনালে ওঠার ক্ষেত্রে বড় অবদান রয়েছে এমবাপ্পের। ডানদিক থেকে অমানুষিক গতি এবং গোল করার অসাধারণ চোখের জেরে এমবাপ্পে নিজের একটি জায়গা তৈরি করেছেন।
ইতিমধ্যেই পাঁচটি গোল করে ফেলেছেন চলতি বিশ্বকাপে। শুধু গোল নয়, যে গতিতে বিপক্ষের ডিফেন্সে ত্রাহিত্রাহি রব সৃষ্টি করেন এমবাপ্পে, তা সত্যিই দেখার মত। এবং অনেকেই মনে করছেন, চলতি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পেই সব থেকে গতিশীল ফুটবলার।
তবে চলতি মরশুমের তথ্য তুলে ধরলে দেখা যাবে, চলতি বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গতিশীল ফুটবলারদের প্রথম দশে নীচের দিকেই থাকবেন এমবাপ্পে।
চলতি বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গতি দেখিয়েছেন ঘানার কামালদিন সুলেমানা, যিনি ২২.১৮ মাইল প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিতে দৌঁড়েছেন। এরপর রয়েছেন স্পেনের নিকো উইলিয়ামস, যিনি ২২.১২ মাইল প্রতি ঘন্টা দৌঁড়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন জার্মানির সাইডব্যাক ডেভিড রাউম, ২২ মাইল প্রতি ঘন্টা তার সর্বোচ্চ গতি। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আঁতোয়া রবিনসন ও ওয়েলসের ড্যানিয়েল জেমস (২১.৯৯ মাইল প্রতি ঘন্টা)।
এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি ২১.৮৭ মাইল প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিতে দৌঁড়েছেন।