Bingo KSFL 2022 : ওয়াকওভার পেল NK পাল শিক্ষায়তন, জিতল JRS, কেন্দ্রীয় বিদ্যালয় ও সল্টলেক স্কুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা অতিমারিকে কাটিয়ে আবারও ফিরেছে বিঙ্গো টেরে মেরে কলকাতা স্কুল ফুটবল লিগ। এবং টুর্নামেন্টের তৃতীয় সংস্করণটি গতবারের তুলনায় আরও বড়, আরও জাঁকজমক উপায়ে আয়োজিত হচ্ছে।
কলকাতা এবং বাংলার মোট ৩২টি স্কুল এই স্কুল ফুটবল লিগে অংশগ্রহণ করছে, এবং ইতিমধ্যেই জমজমাটি খেলার দৃশ্য দেখা গিয়েছে এই টুর্নামেন্টে। আইটিসির সহযোগিতায় ও স্পোর্টস কানেক্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ডিজিট্যাল পার্টনার এক্সট্রা টাইম বাংলা।
গত বৃহস্পতিবার, অর্থাৎ ৪ আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেট্রোপলিটন ইনস্টিটিউশনের মেন ক্যাম্পাস ও জেআরএস পাব্লিক স্কুল। সেই ম্যাচে মেট্রোপলিটনকে ৬-১ গোলে হারায় জেআরএস। পাঁচটি গোল করে সুমন দে, এবং একটি গোল আসে সৌরিশ খোসোর তরফ থেকে। এদিকে মেট্রোপলিটনের হয়ে গোল করে সৌরভ কোটাল। ম্যাচের সেরা হয় সৌরিশ খোসো, তার হাতে পুরষ্কার তুলে দেন প্রশান্ত ব্যানার্জি।
বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় অলবানি হল পাব্লিক স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর। সেই ম্যাচে ৪-০ ফলে জেতে কেন্দ্রীয় বিদ্যালয়। জোড়া গোল করে রাহুল বাল্মীকি ও প্রীতম বড়ুয়া। তবে ম্যাচের সেরা হয় তাজার নালো, তার হাতে পুরষ্কার তুলে দেন অচিন্ত্য বেলেল।
এদিকে শুক্রবার, অর্থাৎ ৫ আগস্ট প্রথম ম্যাচটিতে ওয়াকওভার পেয়ে যায় যাদবপুর এনকে পাল আদর্শ শিক্ষায়তন। ব্যারাকপুরের আর্মি পাব্লিক স্কুল দুপুর ২.১৫ অবধি মাঠে আসেনি, এদিকে মাঠে ছিল এনকে পাল আদর্শ শিক্ষায়তন। যার ফলে ওয়াকওভার পেয়ে জিতে যায় এনকে পাল।
দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় দিল্লি পাব্লিক স্কুল রুবি পার্ক ও সল্টলেক স্কুল (ইংলিশ) এর মধ্যে। শেষ অবধি টাইব্রেকারে গড়ায় খেলা, যেখানে ৪-৩ ফলে জেরে সল্টলেক স্কুল। দুর্দান্ত খেলার জন্য সল্টলেক স্কুলের গোলকিপার শ্রেয়াস দ্বিবেদী ম্যাচের সেরা হয়, আর তার হাতে পুরষ্কার তুলে দেন নাসির আহমেদ।