KSFL 2022 : দাপুটে জয় চৌবাগা হাই স্কুল ও সল্টলেক স্কুলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা অতিমারিকে কাটিয়ে আবারও ফিরেছে বিঙ্গো টেরে মেরে কলকাতা স্কুল ফুটবল লিগ। এবং টুর্নামেন্টের তৃতীয় সংস্করণটি গতবারের তুলনায় আরও বড়, আরও জাঁকজমক উপায়ে আয়োজিত হচ্ছে।
কলকাতা এবং বাংলার মোট ৩২টি স্কুল এই স্কুল ফুটবল লিগে অংশগ্রহণ করছে, এবং ইতিমধ্যেই জমজমাটি খেলার দৃশ্য দেখা গিয়েছে এই টুর্নামেন্টে। আইটিসির সহযোগিতায় ও স্পোর্টস কানেক্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ডিজিট্যাল পার্টনার এক্সট্রা টাইম বাংলা।
মঙ্গলবার অর্থাৎ ২ আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হয় চৌবাগা হাই স্কুল ও জুলিয়েন ডে গঙ্গানগর। এই ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় চৌবাগা, ৯-০ গোলে হারায় জুলিয়েন ডে-কে। ডবল হ্যাটট্রিক করে আতিজুল গাজি, এদিকে জোড়া গোল করে জয় রাম মন্ডল। বাকি গোলগুলি করে ইমরান গাজি, পাপ্পু মন্ডল ও সঞ্জু মন্ডল।
স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা পুরষ্কার পায় আতিজুল গাজি। তার হাতে পুরষ্কার তুলে দেন দেবাশিস মুখার্জি। এই জয়ের সাথে চৌবাগা হাই স্কুল কোয়ার্টার ফাইনালে চলে গেল।
এদিকে দ্বিতীয় ম্যাচে সল্টলেক স্কুল (ইংরেজি মিডিয়াম) মুখোমুখি হয় মাদার ইন্টারন্যাশনাল স্কুলের। সেই ম্যাচে ৫-০ এর বড় জয় পায় সল্টলেক। জোড়া গোল করে কনৌজ ভট্টাচার্য ও আয়ুষ রায়, এবং একটি গোল আসে অর্ঘ্য সাহার তরফ থেকে। ম্যাচের সেরা হিসেবে নির্বাচিত করা হয় কনৌজকে, যার হাতে পুরষ্কার তুলে দেন নাসির আহমেদ।