করোনার আবহ কাটিয়ে আবারও ফিরছে কলকাতা স্কুল ফুটবল লিগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৮ ও ২০১৯ সালে বেশ বড় উপায়ে আয়োজিত হয়েছিল কলকাতা স্কুল ফুটবল লিগ। কিন্তু গত দুই বছর করোনার জেরে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি।
এবার এই বছর থেকে আবারও শুরু হতে চলেছে এই বিশেষ স্কুল ফুটবল প্রতিযোগিতা। আগামী ২২ জুলাই নিউটাউনের এনকেডিএ স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। স্পোর্টস কানেক্টের উদ্যোগে ও আইটিসির সহযোগিতায় আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতাটি বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ অনুমোদিত। এবং এই প্রতিযোগিতার ডিজিটাল পার্টনার হল এক্সট্রা টাইম বাংলা।
টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে মোট ৩২টি স্কুল অংশগ্রহণ করবে। এই স্কুলগুলি হল -
এই টুর্নামেন্টের উপদেষ্টা কমিটিতে নিযুক্ত হয়েছেন সাংবাদিক অরুণ সেনগুপ্ত সহ মনোরঞ্জন ভট্টাচার্য, ভাষ্কর গাঙ্গুলি, প্রশান্ত ব্যানার্জি, দেবাশিস মুখার্জির মত দিকপাল ফুটবলাররা। এদিকে এই টুর্নামেন্টে ৩২টি দলকে দিশা দেখাবেন আটজন মেন্টর। এই মেন্টররা হলেন, কৃষ্ণেন্দু রায়, রহিম নবি, তরুণ দে, অলোক মুখার্জি, মিহির বোস, বিকাশ পাঁজি, অচিন্ত্য বেলেল ও অমিত ভদ্র। এই আট প্রখ্যাত খেলোয়াড়েরা প্রত্যেকে চারটি করে দলের মেন্টর হবেন।
সব মিলিয়ে, এবার আরও বড় আকারে, আরও জমজমাট উপায়ে হতে চলেছে কলকাতা স্কুল ফুটবল লিগ। এবং এই লিগ থেকেই বাংলা তথা ভারতবর্ষের ফুটবল প্রতিভারা উঠে আসবে, এমনটাই আশা করা যাচ্ছে।