জমজমাট উপায়ে চলছে কলকাতা স্কুল ফুটবল লিগ, দাপট দেখাচ্ছে ব্যারাকপুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা অতিমারিকে কাটিয়ে আবারও ফিরেছে কলকাতা স্কুল ফুটবল লিগ। এবং টুর্নামেন্টের তৃতীয় সংস্করণটি গতবারের তুলনায় আরও বড়, আরও জাঁকজমক উপায়ে আয়োজিত হচ্ছে।
কলকাতা এবং বাংলার মোট ৩২টি স্কুল এই স্কুল ফুটবল লিগে অংশগ্রহণ করছে, এবং ইতিমধ্যেই জমজমাটি খেলার দৃশ্য দেখা গিয়েছে এই টুর্নামেন্টে। আইটিসির সহযোগিতায় ও স্পোর্টস কানেক্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ডিজিট্যাল পার্টনার এক্সট্রা টাইম বাংলা।
শনিবার এই টুর্নামেন্টের দুটি ম্যাচ আয়োজিত হয়েছিল। ব্যারাকপুরের কেন্দ্রীয় বিদ্যাল্যের বিরুদ্ধে নেমেছিল কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল। সেই ম্যাচে ২-০ গোলে জয় পায় কেন্দ্রীয় বিদ্যালয়। গোল দুটি করেন রাহুল বাল্মীকি ও প্রীতম বড়ুয়া। ম্যান অফ দ্য ম্যাচ হন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রীতম বড়ুয়া, যার হাতে পুরষ্কার তুলে দেন চিত্ত দাস মজুমদার।
এদিকে দ্বিতীয় ম্যাচে ব্যারাকপুরের আর্মি পাব্লিক স্কুল দাপটে হারায় মারিয়া মেমোরিয়াল হাইস্কুলকে। ১১-০ ফলে জেতে আর্মি স্কুল। ডবল হ্যাটট্রিক করেন দীপ্রোহিত দত্ত, হ্যাটট্রিক করেন রাঘব পরিহার, এবং বাকি গোলগুলি করেন শিবম ব্যানার্জি, শুভজিৎ মাল, বোমগে নুয়ুডু ও শ্রীশান্ত ঘোষ। ম্যাচের সেরা হন রাঘব পরিহার, যার হাতে পুরষ্কার তুলে দেন অমিত ভদ্র।