কলকাতা লিগের রানার্স আপ দল ট্রফি বঞ্চিত! কি বললেন সৃঞ্জয় বসু এবং আইএফএ সচিব?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং ক্লাব। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বি শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, ব্যবস্থা করা হয় সেলিব্রেশনের। তবে বিজেতা দল তাদের প্রাপ্য সম্মান পেলেও দ্বিতীয় স্থানে শেষ করা ভবানীপুর দল তাদের প্রাপ্য সম্মান থেকে হল বঞ্চিত। সুপার ৬ এর শেষ ম্যাচে রানার্স হওয়ার ট্রফি তাদের হাতে তুলে দেওয়া হয়নি।
এই ঘটনার পর ভবানীপুর সম্পাদক সৃঞ্জয় বসুকে যোগাযোগ করা হলে তিনি জানান আইএফএ এর এমন আচরণে ভবানীপুর দল এবং খেলোয়াড়েরা জন্য চরম অপমানিত। সৃঞ্জয় বসু বলেন, "এটি সত্যি অপমানজনক ব্যাপার। যখন একটি অ্যাসোসিয়েশন থেকে জানানো হয় যে সকলকে পেরেন্ট বডিকে সম্মান জানানো উচিত। তখন তাদেরও মনে রাখা উচিত সম্মান দুই তরফেই থাকা উচিত। সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। এই ধরনের অসম্মানজনক কাজের কারণ আমার জানা নেই। ভবানীপুর দল রানার্স হবে তা একপ্রকার জানাই ছিল সবার, তাহলে সঠিক পরিকল্পনা করে পুরষ্কার দেওয়াই যেতো। বড় দলকে মাঠে সেলিব্রেশনের সুযোগ দেওয়া হবে এবং ছোট টিম যদি ব্রাত্য থাকে তাহলে কিছু বলার নেই।" ক্ষুব্ধ সৃঞ্জয় বসু বলেন এভাবেই চলছে আইএফএ।
এছাড়াও সৃঞ্জয় বসু বলেন তার সাথে আইএফএ সচিবের কথা হয়েছিল। তিনি জানিয়েছেন, " আমার সাথে সচিবের কথা হয়েছিল। কিন্তু আইএফএর উদ্দেশ্য ছিল কোনোরকমে লিগ শেষ করা। এটাই সমস্যার কারণ। যেখানে গোটা দেশের অ্যাসোসিয়েশনের মানুষ বাংলার এই লিগ দেখে গর্ব বোধ করে। সেই বিষয়টি তাদের মনে ছিলনা। সচিব জানিয়েছিলেন তিনি বেশি সময় পাননি। কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি সময় পেলেও এর থেকে বেশি কিছু হতে পারতো। "
অন্যদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন তাদের কলকাতা লিগের সকল পুরষ্কার প্রাপ্ত দলকে সম্মান জানানোর জন্য আইএফএর পরিকল্পনা রয়েছে। আইএফএ সচিব জানিয়েছেন, "আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা একটি বড় পুরষ্কার বিতরনী অনুষ্ঠান করবো, যেখানে আমরা সকল পুরষ্কার যোগ্য দলকে আমরা পুরষ্কার তুলে দেব। এর পাশাপাশি এই বছর আমাদের পরিকল্পনা রয়েছে ক্লাবের পাশাপাশি আমরা চ্যাম্পিয়ন ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে সার্টিফিকেট তুলে দেব। এতো বছর শুধু যে সমস্ত দল জিতেছে তারা পুরষ্কার পেয়েছে। কিন্তু যারা জিতিয়েছে সেইসকল খেলোয়াড়দের প্রাপ্য সম্মান আমরা এবার দিতে চাই।"
গত বছরেও রানার্সরা ট্রফি পেয়েছিল। এবার এমন না হওয়ার কারণ জানিয়েছেন অনির্বাণ দত্ত। সচিব জানিয়েছেন, "মহামেডান দলের আজ অনেক সমর্থক এসেছিলেন। তাদের আনন্দ থেকে বঞ্চিত করতে চাইনি তাই এই ব্যবস্থা। কিন্তু রানার্স দলকে আজ ট্রফি তুলে দিলেও তারা সেভাবে উপভোগ করতে পারতো না চ্যাম্পিয়ন দলের সামনে। সবার সমান অধিকার আছে আনন্দ করার তাই জন্যই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের ব্যবস্থা করছি আমরা। এটি কোনো রকম ভুল সংশোধন নয়, আমাদের পরিকল্পনাই এমন ভাবে করা হয়েছে।"