প্রায় তিন বছর পর বাংলার মাটিতে আবারও ডার্বি!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনার জেরে বিগত দুই বছরে বাংলার মাটিতে মুখোমুখি হতে পারেনি ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং। এবার অনেক দিন পর সেই সুযোগ এল।
বিধায়ক পার্থ ভৌমিকের উদ্যোগে আয়োজিত হচ্ছে নৈহাটি গোল্ড কাপ। অংশগ্রহণ করছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের আটটি দল। বেশ জমজমাট উপায়ে চলছে এই প্রতিযোগিতা।
এবার এই প্রতিযোগিতার মান বাড়াতে, আগামী ৬ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাব। অনেক দিন পর বাংলার মাটিতে হবে ডার্বি ম্যাচ। যদিও দুই প্রধান তাদের পূর্ণশক্তির দল খেলাবে কিনা, সে নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বলা বাহুল্য, বেশ কয়েক দিন আগে কলকাতার একাধিক ক্লাব সহ বাংলার তিন প্রধানের তাঁবুতে নৈহাটি গোল্ড কাপ খেলার নিমন্ত্রণ জানাতে গিয়েছিলেন পার্থ ভৌমিক।