কয়েক ঘন্টার ব্যবধানে তিন প্রধানের রঙে রাঙল কলকাতা বিমানবন্দর, দেখুন ছবি-ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা অতিমারি কাটিয়ে আবারও যেন বাংলায় তিন প্রধানের দাপাদাপি শুরু হয়েছে। ইতিমধ্যেই সমর্থকদের সাথে নিয়ে মোহনবাগান মাঠে অনুশীলন শুরু করেছে এটিকে মোহনবাগান। এদিকে নিউটাউনের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলনরত মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গলও।
এই পরিস্থিতিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল অবধি কলকাতা বিমানবন্দর যেন তিন প্রধানের আওতায় চলে এসেছিল। কিন্তু কেন? চলুন জেনে নিই।
বুধবার রাতে কলকাতায় পদার্পণ করেন এটিকে মোহনবাগানের নতুন বিদেশী ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল। এবং হ্যামিলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিল সবুজ-মেরুণ শিবিরের সমর্থকরা। স্লোগান ও উল্লাসের মাধ্যমে স্বাগত জানানো হয় হ্যামিলকে।
বৃহস্পতিবার সকালে অবতরণ করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আন্দ্রে চেরনিশভ। রাশিয়ান হেডস্যারকে স্বাগত জানাতে হাজির ছিলেন মহমেডান শীর্ষকর্তারা। উপস্থিত ছিলেন বেশ কিছু সমর্থকরাও।
আর বৃহস্পতিবার সকালেই কলকাতা বিমানবন্দরে নামেন ইমামি ইস্টবেঙ্গল এফসির নতুন হেড কোচ স্টিফেন কনস্টানটাইন। এবং গত কয়েক বছরের তুলনায়, এই বছর কোচকে স্বাগত জানাতে আসেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা। উপস্থিত ছিল অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকরা। গর্জন ও উল্লাসের মাধ্যমে সমর্থকরা স্বাগত জানায় কনস্টানটাইনকে।
সব মিলিয়ে এই কয়েক ঘন্টার ব্যবধানে কলকাতা বিমানবন্দর যেন তিন প্রধানের দখলেই ছিল, তা বলাই যায়।