এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে একটি আস্ত স্টেডিয়াম! অবিশ্বাস্য স্থাপত্যে হবে ২০২২ বিশ্বকাপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফিফা ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি জোরদার চলছে কাতারে। মোট আটটি স্টেডিয়াম জুড়ে চলবে এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের জন্য কাতারের নবনির্মিত এই স্টেডিয়ামগুলি সৌন্দর্যে ও আধুনিকতায় অসাধারণ। তবে রাস আবু আবুদ স্টেডিয়াম, যা স্টেডিয়াম ৯৭৪ নামে পরিচিত, তা প্রযুক্তিতে একেবারে অনন্য।
এই স্টেডিয়ামটি তৈরি হয়েছে নবনির্মিত শিপিং কন্টেনারের মাধ্যমে, যা মডুলার বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এটি প্রথম স্টেডিয়াম যা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে এবং পুনরায় নির্মাণ করা যাবে। এমনকি, ৪০ হাজার দর্শকবিশিষ্ট এই স্টেডিয়ামটিকে আরও ছোট স্টেডিয়ামে সাজিয়ে নেওয়া যায়।
এই স্টেডিয়ামের নির্মাণকার্যে বড় অবদান রেখেছে মাদ্রিদের ফার্ম ফেনউইক ইরিবারেন আর্কিটেক্টস, যা নরওয়ের নয়া জাতীয় স্টেডিয়াম ও কাতার ফাউন্ডেশন স্টেডিয়াম তৈরি করেছে। কাতারের রাজধানী দোহার ওয়াটারসাইডের বানিজ্যিক অঞ্চলে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। আর এর জেরে শিপিং কন্টেনমেইন্ট দিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম।
৪০ হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়ামটিতে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি আয়োজিত হবে। নিঃসন্দেহে এই অত্যাধুনিক স্টেডিয়াম একটি নিদর্শন হিসেবে উঠে আসবে বিশ্ব ফুটবলে।