কে এই মানোলো ডিয়াজ? ইস্টবেঙ্গলের নয়া স্প্যানিশ হেডস্যারের বায়োডেটা জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেবারে সকলকে অবাক করে দিল এসসি ইস্টবেঙ্গল। কেউই ভাবতে পারেনি এমনটা ঘটবে। বুধবার সন্ধ্যেবেলায় পরপর দুটি খবর অবাক করে দেয় ভারতীয় ফুটবল মহলকে। একদিকে হেড কোচের পদ থেকে রবি ফাউলারকে বিদায় জানানো হয়েছে, অন্যদিকে নয়া কোচ হিসেবে আনা হয়েছে ম্যানুয়েল মানোলো ডিয়াজ।
আর এখানেই প্রশ্ন, কে এই মানোলো ডিয়াজ? ৫৩ বছর বয়স হলেও দীর্ঘ ১৯ বছর কোচিং করিয়েছেন বিভিন্ন ক্লাবে। এবং জীবনের নয়টি বছর পালন করেছেন রিয়াল মাদ্রিদের বিভিন্ন সেট আপের দায়িত্ব। আর সেই কারণে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে মানোলো বলেছেন, "মাদ্রিদে আমরা বলি, জেতা আমাদের ডিএনএতে রয়েছে। আমরা চাপ এবং বড় ক্লাবে কোচিং করানোর প্রত্যাশাকে খুব ভালোবাসি। সময়টা কম এবং এক দীর্ঘ ও কঠিন পথ সামনে রয়েছে, কিন্তু আমরা আমাদের সেরা পারফর্মেন্সটি দেব এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য।"
৫৩ বছরের এই স্প্যানিশ কোচের ফুটবল কেরিয়ার খুব দীর্ঘ নয়। কেবল সাত বছর পেশাদারি ফুটবল খেলার পর ২০০২ সালে রিয়াল মাদ্রিদের জুভেনিল স্কোয়াডের কোচ হন মানোলো। এরপর ২০০৬ সালে দায়িত্ব ছাড়েন তিনি। ২০০৮ সালে স্প্যানিশ ক্লাব সিডিএ নাভালকারনেরোতে যোগ দেন মানোলো। সেখানে খারাপ পারফর্মেন্সের জেরে বিদায় নিতে হয় তাকে। এরপর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ সি দলের দায়িত্ব দেন মানোলো। আর সেখানে চার বছর থেকে দুর্দান্ত পারফর্ম করেন কোচ হিসেবে, ১৭২টি ম্যাচের মধ্যে কেবল ৪৯টি ম্যাচে হারে রিয়াল মাদ্রিদের সি দল।
এরপর রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি ক্যাস্টিয়ার হেড কোচ হন মানোলো। তবে ২০১৪ সালে দায়িত্ব ছেড়ে স্প্যানিশ ক্লাব পনফেরাডিনায় যোগ দেন তিনি। সেখানে মিশ্র পারফর্মেন্স করে দুই মরশুম কাটান মানোলো। এরপর পুনরায় ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির দায়িত্ব নেন মানোলো। আর গতবারের থেকে অনেক ভালো পারফর্মেন্স করেন ক্যাস্টিয়ার হয়ে। শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ চতুর্থ ডিভিশনের ক্লাব হার্কুলেসের দায়িত্ব নেন মানোলো।
৩২৮টি ম্যাচ কোচিং করিয়েছেন মানোলো, যেখানে জয়ের শতাংশ ৪১.৭৭ শতাংশ। রিয়াল মাদ্রিদের সিস্টেমে থাকার জেরে জানেন চাপ কাকে বলে। কিন্তু এসসি ইস্টবেঙ্গলে এক নয়া চ্যালেঞ্জ নিয়ে আসছেন মানোলো। এবং সমর্থকরা আশাবাদী, গতবারের তুলনায় ভালো পারফর্মেন্স হবে নয়া স্প্যানিশ কোচের আমলে।