কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক কিয়ান নাসিরির, গড়লেন একাধিক ইতিহাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাত্র ১৯ বছর বয়সে নেমে কলকাতা ডার্বির নায়ক হয়ে গেলেন কিয়ান নাসিরি। এটিকে মোহনবাগানের এই তরুণ ফুটবলার পরিবর্ত হিসেবে নেমে শুধু গোলই করে যাননি, হ্যাটট্রিক করে দলকে জেতালেনও। আর এর জেরে একাধিক ইতিহাস তৈরি করলেন জামসিদ-পুত্র কিয়ান।
আইএসএলে কলকাতা ডার্বির ইতিহাসে এই প্রথমবার হল হ্যাটট্রিক, আর সেটি করলেন কিয়ান নাসিরি। এছাড়া পরিবর্ত হিসেবে নেমে হ্যাটট্রিক মারার কীর্তি গড়লেন কিয়ান নাসিরি। মাত্র ২১ বছর বয়সে আইএসএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছেন কিয়ান।
এছাড়া দ্বিতীয় সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে বড় ম্যাচে হ্যাটট্রিক করলেন কিয়ান। মাত্র ২১ বছর ৭২ দিন বয়সে হ্যাটট্রিক মারলেন কিয়ান। এর আগে ১৯৯৭ ফেডারেশন কাপ ফাইনালে বাইচুং ভুটিয়া ২০ বছর বয়সে ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করেছিলেন।
ফলে নিঃসন্দেহে, এটি অবশ্যই গর্ব করার বিষয়, যে মোহনবাগানের অ্যাকাডেমির ফসল কিয়ান আজ ভারতীয় ফুটবলের সর্বোচ্চ মঞ্চে সবচেয়ে বড় ম্যাচে নিজেকে তুলে ধরেছেন।