কেরলে আয়োজিত হতে চলেছে সুপার কাপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৮-২৫ এপ্রিল কেরলে আয়োজিত হবে সুপার কাপ ২০২৩ এর মূলপর্ব। এর আগে আগামী ৩ এপ্রিল থেকে আয়োজিত হবে যোগ্যতা অর্জন পর্ব। কেরলের তিন শহর কোচি, কোঝিকোড় ও তিরুবনন্তপুরমের মধ্যে যে কোনও দুটিতে আয়োজিত হবে এই সুপার কাপ।
মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে সুপার কাপের দিনক্ষণ ঘোষণা করে। এবারের সুপার কাপে আইএসএল ২০২২-২৩ এর ১১টি দলই সরাসরি মূলপর্বের গ্রুপ পর্বে সুযোগ পাবে। এদিকে আইলিগ ২০২২-২৩ এর কেবল চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে গ্রুপপর্বে।
এদিকে আইলিগের দ্বিতীয় থেকে দশম স্থানাধিকারী দলগুলি খেলবে যোগ্যতা অর্জন পর্বে। সেখান থেকে চারটি দল গ্রুপপর্বে যোগ্যতা অর্জন করতে পারবে। আইলিগের নবম ও দশম স্থানাধিকারী দল দুটি প্রথম কোয়ালিফায়ার খেলবে। সেই কোয়ালিফায়ারে জয়ী দল খেলবে আইলিগে দ্বিতীয় স্থানাধিকারী দলের সাথে।
এদিকে তৃতীয় স্থানাধিকারীর সাথে অষ্টম, চতুর্থের সাথে সপ্তম আর পঞ্চমের সাথে ষষ্ঠ দল খেলবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। এই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি হবে ৩-৬ এপ্রিল।
গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে ৮-১৯ এপ্রিল। এরপর সেমি ফাইনাল দুটি হবে ২১ ও ২২ এপ্রিল। আর ফাইনাল আয়োজিত হবে ২৫ এপ্রিলে।
এবারের সুপার কাপে চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে ২০২৩-২৪ এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার। কিন্তু তার জন্য তাদের খেলতে হবে ২০২১-২২ আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে। সেই ম্যাচের জয়ী সুযোগ পাবে এএফসি কাপের গ্রুপপর্বে। তবে গোকুলাম কেরালা যদি এই সুপার কাপ জিতে যায়, তাহলে তারা সরাসরি এএফসি কাপে সুযোগ পাবে।