রিপোর্ট : ছয় বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরছেন করিম বেঞ্জেমা, খেলবেন ইউরো ২০২০

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ ছয় বছর ধরে ফ্রান্সের জাতীয় দল থেকে অচ্ছুৎ ছিলেন তারকা ফরোয়ার্ড করিম বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদের হয়ে মরশুমের পর মরশুম দুর্ধর্ষ পারফর্ম করেও মিলছিল না জাতীয় দলে জায়গা। এবার সেই অপেক্ষার অবসান।
আসন্ন ইউরো ২০২০ এর জন্য মঙ্গলবার ২৬ সদস্যের দল ঘোষণা করবেন ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশঁ। এবং সেই দলে ছয় বছর পর কামব্যাক করছেন ৩৩ বছরের তারকা ফরোয়ার্ড করিম বেঞ্জেমা।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দলের আক্রমণভাগ একেবারে তারকাসম্পন্ন। আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, কিংসলে কোম্যান, অলিভিয়ের জিরু, উসমান ডেম্বেলে, উইসাম বেন ইয়েডের এবং অ্যান্থনি মার্শিয়ালের সাথে এবার যোগ দিতে চলেছেন করিম বেঞ্জেমা।
চলতি মরশুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ২৯ গোল করেছেন তিনি। ফলে গ্রিজম্যান-বেঞ্জেমা-এমবাপ্পের ত্রয়ী একেবারে কাঁপিয়ে দেবে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে। গ্রুপ অফ ডেথে রয়েছে ফ্রান্স, গ্রুপ এফ এ তাদের সাথে রয়েছে জার্মানি, হাঙ্গেরি ও পর্তুগাল।
২০১৫ সালে ফ্রান্সের এক সতীর্থের সেক্স টেপ ফাঁসের ব্ল্যাকমেলিং করেছিলেন করিম বেঞ্জেমা। যার জেরে জাতীয় দল থেকে বাইরে করে দিয়েছিলেন কোচ দিদিয়ের দেশঁ। আর সেই ঘটনার পর আজ আবারও শাপমুক্ত হলেন বেঞ্জেমা।