বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নিঃস্তব্ধতা ভাঙলেন করিম বেঞ্জেমা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২২ শুরুর কয়েক ঘন্টা আগে বড় ধাক্কা পেল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চোটের জেরে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সদ্য ব্যালন ডি অর জয়ী ফরোয়ার্ড করিম বেঞ্জেমা।
শনিবার অনুশীলন চলাকালীন বাম পায়ের উরুতে চোট পান বেঞ্জেমা। এরপর নানা শারীরিক পরীক্ষার পর দেখা যায়, বিশ্বকাপ খেলা কঠিন এই ফরাসি ফরোয়ার্ডের। অন্ততপক্ষে তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। সেই কারণে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর সাথে পরামর্শ নিয়েই সরে দাঁড়ালেন বেঞ্জেমা।
এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় বেঞ্জেমা বলেছেন, "জীবনে, আমি কখনও হাল ছাড়িনি। কিন্তু আজ আমায় দলকে গুরুত্ব দিতে হবে যা আমি এতদিন করে এসেছি। আর এই কারণেই আমি আমার জায়গা এমন কারোর জন্য ছেড়ে যেতে চাই যিনি এই দলকে সাহায্য করবেন একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য।"
পরপর চোটের জেরে একের পর এক তারকাদের হারাচ্ছে ফ্রান্স। পল পোগবা, এনগোলো কান্তে, প্রেস্নেল কিম্পেম্বে ও ক্রিস্টোফার এনকুংকুর পর এই তালিকায় জুড়ল বেঞ্জেমার নাম।