ইউরোর তিন দিন আগে চোটের কবলে পড়লেন করিম বেঞ্জেমা, আশঙ্কায় ফ্রান্স শিবির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার বুলগেরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমেছিল ফ্রান্স। আতোয়াঁ গ্রিজম্যান এবং পরিবর্ত হিসেবে নামা অলিভিয়ের জিরুডের জোড়া গোলে সহজ জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এর মাঝে আশঙ্কায় ভুগছে ফরাসি শিবির।
প্রথমার্ধে বুলগেরিয়ার বিরুদ্ধে ম্যাচে ডিফেন্ডার ইভান তুরিতসোভের সাথে ধাক্কা লাগে করিম বেঞ্জেমার। এরপর আরও কিছুক্ষণ খেলার চেষ্টা চালিয়ে গেলেও ৪১ মিনিটে কার্যত এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ৩৩ বছরের এই ফরোয়ার্ড। সেই সময় বেঞ্জেমাকে হাঁটুতে শুশ্রুষা নিতে দেখা গিয়েছিল।
আর এর জেরে বেশ চিন্তায় রয়েছে ফ্রান্স শিবির। ম্যাচের বিরতিতে কোচ দিদিয়ের দেশঁ বেঞ্জেমার চোট নিয়ে বলেছেন, "এটি একটি ধাক্কা। হাঁটুর উপরের পেশিতে বেশ ভালোই আঘাত পেয়েছে, আর ওর মনে হয়েছিল যে ব্যাথাটা আরও বাড়ছিল, তাই আমরা কোনও ঝুঁকি নিইনি। এই মুহুর্তে মেডিকাল স্টাফ ওনার সাথে রয়েছে।"
ছয় বছর পর ফ্রান্স জাতীয় দলে সুযোগ পেয়েছেন করিম বেঞ্জেমা। গত কয়েক বছর ধরে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে গিয়েছেন তিনি। এবারের লা লিগায় ২৩ গোল করা এই তারকা স্ট্রাইকারকে বাদ দেওয়ার ভুল করেননি দেশঁ। এক সপ্তাহ পর অর্থাৎ ১৬ জুন জার্মানির বিরুদ্ধে নিজেদের ইউরো অভিযান শুরু করবে ফ্রান্স।