জুভেন্টাসের বিরুদ্ধে কঠিন ম্যাচে নামবে চেলসি - সামনে প্রি কোয়ার্টারের সুযোগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজ চেলসি ঘরের মাঠে মুখোমুখি হবে জুভেন্টাসের। প্রথম পর্বের ম্যাচে দারুণ ফুটবল খেলে জুভেন্টাসের কাছে ১-০ গোল হেরে যায় চেলসি। আজ ঘরের মাঠে তাই কার্যত বদলার ম্যাচ হতে চলেছে কিন্তু এই ম্যাচে চেলসি পাচ্ছে না তাদের নির্ভরযোগ্য ফুটবলার রোমেলু লুকাকু ও মাতেও কোভাচিচকে তাই আজকের ম্যাচে গোল করতে চেলসি দলকে বেগ পেতে হতে পারে।
অপর দিকে জুভেন্টাস ও তাদের দলের প্রথম একাদশের দুই ফুটবলার অ্যারন র্যামসে ও ফেডেরিকো বার্নার্ডেসি চোটের জন্য এই ম্যাচ খেলতে পারবে না, এবং এর সাথে এটিও চুড়ান্ত নয় যে ডিবালা এবং জর্জিও চিয়েলিনি এই ম্যাচ খেলতে পারবে কিনা। আজকের ম্যাচে দুই দলের সমর্থকেরাই জয় চাইছে জুভেন্টাস।
ইতিমধ্যেই প্রি কোয়ার্টার রাউন্ড যাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছে জুভেন্টাস আজকের ম্যাচে চেলসি জিততে পারলে তারাও দ্বিতীয় রাউন্ড তাদের জায়গা পাকা করে ফেলবে।
দুই দলের প্রথম একাদশ :-
চেলসি (৩-৪-২-১) : এডুয়ার্ড মেন্ডি, আন্টোনিও রুডিগার, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, থিয়াগো সিলভা, রিস জেমস, জর্জিনহো, এনগোলো কান্তে, মার্কোস আলোনসো, ক্যালাম হাডসন-ওডোই, মেসন মাউন্ট, কাই হাভের্তস।
জুভেন্টাস (৪-২-২): ওজসিয়েচ সেজনি, দানিলো, লিওনার্দো বোনুচ্চি, ম্যাথিউস দে লিগট, আলেক্স সান্দ্রো, কুয়াদ্রাদো, ম্যাককেনি, লোকাতেল্লি, রাবিয়োট, মোরাতা, চিয়েসা।