ডার্বি জিতে সমর্থকদের জয় উৎসর্গ করলেন সবুজ মেরুণ কোচ ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডার্বি জিতে বেশ খোশমেজাজে জুয়ান ফেরান্ডো। রাতারাতি মোহনজনতার জনতার নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। কিয়ান নাসিরি নামের এক ১৯ বছরের ছেলেকে ভারতীয় ফুটবল সার্কিটে আবিষ্কার করেছেন।
সেই ফেরান্ডো ম্যাচের পর সাক্ষাৎকারে ম্যাচের নায়ক কিয়ানকে নিয়ে বলেন, "কিয়ানের জন্য আমি খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে, উন্নতিও করেছে অনেক। ম্যাচটা যখন বেশ কঠিন জায়গায় চলে যাচ্ছিল, তখন আমরা সিস্টেম পরিবর্তনের সিদ্ধান্ত নিই। কিয়ানকে নম্বর নাইনের মতো ব্যবহার করতে চেয়েছিলাম। ও যে সফল হয়েছে, সে জন্য আমি খুবই খুশি। ওর মতো তরুণ খেলোয়াড় সফল হওয়ায় আমি খুশি হয়েছি।"
এটিকে মোহনবাগান এই জয়ের ফলে লিগ টেবিলে চার নম্বরে উঠে এসেছে, তাই এই জয়ের গুরুত্ব সম্মন্ধে জানতে চাইলে তিনি বলেন, "আজ নিশ্চয়ই আমাদের ক্লাবের মালিক খুব খুশি হয়েছেন। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের সামনে এখনও ন’টা ম্যাচ রয়েছে। মুম্বই, হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস অর্জনের দিক থেকে এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল।"
সবশেষে তিনি আজকের এই গুরুত্বপূর্ণ জয়কে সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, "সমর্থকদের জন্য এই জয়। গত কয়েক দিন ধরে আমাদের সমর্থকেরা প্রচুর মেসেজ পাঠিয়েছেন যাতে আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচটা আমরা জিতি। ওদের আবেগ, অনুভূতি আমি বুঝি। ওদের জন্যও আমি খুশি। তারাও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য নিশ্চয়ই খুব খুশি।"