দলে নেই কোন নম্বর ৯ , তাও কোচ ফেরান্দো বলছেন "গোলের অভাব মিটবে"

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র কাছে ২-১ গোলে হারের পর দলের খেলায় সন্তুষ্ট নন এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো। তাঁর মতে, ফুটবলারদের আত্মবিশ্বাসের অভাবই ডুবিয়েছে দলকে।
তবে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফেরান্দো জানান,"দলে গোল করার অভাব মিটবে। দলের বর্তমানে যা স্ট্রেংথ ও কম্বিনেশন রয়েছে তা দিয়েই গোলের দরজা খোলা যাবে। দলের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে"।
এটিকে কোচ একথা বললেও, প্রায় প্রতিটি ম্যাচে দলের গোল করার লোকের অভাব দেখা যাচ্ছে স্পষ্ট। তার দলে নেই কোন নম্বর 9, এমন জায়গায় প্রশ্ন উঠছে দীর্ঘ দিন দলের রিজার্ভ বেঞ্চে বসে থাকা তরুণ প্রতিভা কিয়ান নাসিরিকে তিনি কি সুযোগ পাবেন প্রথম একাদশে?
এছাড়াও সুযোগ কি পাবেন ফারদিন আলী মোল্লা? তবে কোচ ফেরান্দোর বিশ্বাস তিনি এই দল নিয়েই আত্মবিশ্বাসী ও এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবেন তিনি।