বৃহস্পতিবারের ম্যাচে নামছেন সন্দেশ? ১০ ম্যাচ অপরাজেয় কেরালাকে সমীহ জুয়ান ফেরান্ডোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচ স্থগিতের পর, অবশেষে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান। আগামী বৃহস্পতিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুণ শিবির। আর তার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন কোচ জুয়ান ফেরান্ডো।
টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে নামতে চলেছে কেরালা ব্লাস্টার্স। দুর্ধর্ষ ইয়েলো ব্রিগেডের বিরুদ্ধে কি উপায়ে নামছে এটিকে মোহনবাগান? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "১১ দিন ধরে আমরা ঘরে বন্দী ছিলাম, ঘরের মধ্যেই যতটুকু সম্ভব প্রস্তুতি নিচ্ছিলাম। তবে এটি প্রতিটা দলকেই করতে হয়েছে। কিন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল ম্যাচে নামা, কারণ মাঠে নামতে পারলে সকলেরই মন ভালো হয়ে যায়।"
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কি নামবেন সন্দেশ ঝিঙ্গান? এর জবাবে ফেরান্ডো জানিয়েছেন, "ভালো খবর হল, প্রত্যেকেই এই ম্যাচের জন্য তৈরি। কিন্তু আমাদের সময় নিতে হবে, কারণ এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। এই পরিস্থিতির জন্য আমরা সকল খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে বেশি নামতে পারিনি। আমাদের শান্ত থাকতে হবে এবং খেলোয়াড়দের সুরক্ষা-স্বাস্থ্য নিয়ে বেশি ভাবতে হবে। আমরা কেবল গতকাল আর আজ অনুশীলন করেছি, ফলে সেই নিয়ে দেখতে হবে যে সব খেলোয়াড়দের কন্ডিশন কেমন।"
এখনও অবধি একাধিক খেলোয়াড় করোনায় সংক্রমিত রয়েছেন, এদিকে কার্ড সমস্যার জন্য বাইরে হুগো বৌমোস। ফলে কেমন একাদশ নিয়ে নামবে এটিকে মোহনবাগান? জুয়ান ফেরান্ডোর বার্তা, "খুব একটা চিন্তিত নই এই বিষয়ে। আমাদের নানা ধরণের পরিকল্পনা করতে হবে। আমরা পেশাদার, ফলে আমাদের সমস্ত বিষয়কেই মাথায় রাখতে হবে। আমাদের খেলোয়াড়রা তৈরি, ফলে দেখতে হবে কারা এই ম্যাচের জন্য মাঠে নামতে পারে।"
এবারের আইএসএলের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে হারের পর একটিও ম্যাচ হারেনি কেরালা। ইয়েলো ব্রিগেডের শক্তি নিয়ে ফেরান্ডো বলেছেন, "প্রথম ম্যাচের থেকে এটি একেবারে আলাদা। প্রথম ম্যাচে সেভাবে কেউ প্রস্তুত থাকে না, কিন্তু এখন এটি ভিন্ন এক অধ্যায়। আমি অতীতটা জানি না, ফলে বর্তমানকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। গত তিন ম্যাচে আমরা ভালো খেললেও কিছু জায়গায় উন্নতি করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হল খেলোয়াড়দের তৈরি থাকতে হবে।"
গত ম্যাচে অমরিন্দর সিংয়ের চোট দেখা গিয়েছিল, ফলে তিনি কি শুরু করবেন কেরালার বিরুদ্ধে? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "অমরিন্দর তৈরি আছে মাঠে নামার জন্য। হ্যাঁ ওর চোট ছিল কিন্তু ও সেটি সেরে উঠেছে। তবে হ্যাঁ, অভিলাষ পালের চোটটা এখনও আছে। কিন্তু ও খুব শক্ত মনের ছেলে। চোট সারিয়ে তোলার জন্য খুব চেষ্টা চালাচ্ছে।"