পয়েন্ট হারানো নয়, এই বিষয় নিয়ে প্রচন্ড হতাশ জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার গোয়ার মারগাঁওয়ে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করে এটিকে মোহনবাগান। যে দুটি গোল হজম করে সবুজ-মেরুণ ব্রিগেড, তা একেবারেই মেনে নেওয়া যায়না। অমরিন্দার সিংয়ের ভুলে ওগবেচের গোল আর একেবারে শেষ মুহুর্তে জাভিয়ের সিভেরিওর গোলে শীর্ষস্থানে ওঠা থেকে বঞ্চিত হল এটিকে মোহনবাগান।
আর এইভাবে ম্যাচ ড্র করে বেশ হতাশ হয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। যদিও তিনি পয়েন্ট হারানোয় যতটা না হতাশ, তার থেকেও বেশি হতাশ দলের চোট-আঘাতে। শুভাশিস বোসের হালকা চোট, আর ম্যাচ চলাকালীন কার্ল ম্যাকহিউ সহ একাধিক খেলোয়াড়ের চোট আরও চিন্তা বাড়িয়েছে ফেরান্ডোর।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ফেরান্ডো বলেছেন, "খুবই হতাশ, কিন্তু আমার ফোকাস হল দীপক টাংরি, কার্ল ম্যাকহিউ ও অমরিন্দার সিংয়ের চোটের উপর। এগুলিই এখন সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ কখনও কখনও গুরুত্বপূর্ণ হয় খেলোয়াড়দের নিরাপত্তাটা দেখা।"
হঠাৎ করেই প্রথম একাদশে জায়গা পাননি তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা, তবে কি চোটে রয়েছেন তিনি? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "না, কারণ আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, আমরা কিছু পরিকল্পনা করেছি। আমার মনে হয়েছে উইলিয়ামস অনেক খাটছে। কিন্তু রয়কে নিয়ে কোনও সমস্যা হয়নি। আমি রয়কে নিয়ে খুব খুশি। ওর সাথে কাজ করা খুবই সম্মান ও সৌভাগ্যের। কিন্তু আজকের পরিকল্পনায়, উইলিয়ামসকে ব্যবহার করাই সেরা হত। আর আমার মনে হয় দিনের শেষে, পরিকল্পনাটি ভালো ছিল।"
হায়দ্রাবাদ ম্যাচে ভালো পারফর্ম করেছেন ডেভিড উইলিয়ামস। তবে কি আগামী ম্যাচেও এই পরিকল্পনা দেখা যাবে? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "জরুরি হল জায়গা তৈরি করা, কিন্তু আপনি জানেন, এদিন রয় কৃষ্ণা নম্বর ১০ হিসেবে খেলেছেন। আর হুগো বৌমোস ফলস নাইন হিসেবে খেলেছেন। জরুরি হল আক্রমণের সেরা জায়গাগুলি খুঁজে বের করার। অবশ্যই, আমাদের ক্ষেত্রে সেটি সহজ নয়, এতে চোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।"
হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে অত্যন্ত খারাপ পারফর্মেন্স করেন গোলকিপার অমরিন্দার সিং। কেন এমন খেলেছেন এই গোলকিপার? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "যখন খেলোয়াড়রা কোনও সমস্যার মধ্যে দিয়ে যায়, তখন জরুরি হল ওকে সমর্থন করা, ওর কাছে থেকে কাজ করা, ওকে আরও উন্নত করা, আর ওর পাশে প্রতিনিয়ত ত্থাকা। এটাই সমাধানের উপায়ে।"