কি অবস্থা মনবীরের? কেন খেলেননি দিমিত্রি? বড় আপডেট দিলেন জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদ এফসিকে ১-০ ফলে হারায় এটিকে মোহনবাগান। কিন্তু এই ম্যাচে নিজেদের পূর্ণশক্তিএ বিদেশী ব্রিগেড পায়নি এটিকে মোহনবাগান। ফ্লোরেন্টিন পোগবা ও জনি কাউকো ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন।
এদিকে শনিবারের ম্যাচে টিমলিস্টেই ছিলেন না এটিকে মোহনবাগানের তারকা অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। ভিভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি। এছাড়া ম্যাচের মাঝে পায়ে বড় চোট পান এটিকে মোহনবাগানের তারকা উইঙ্গার মনবীর সিং। যার ফলে ম্যাচের মাঝেই উঠে যেতে হয় মনবীরকে।
এই পরিস্থিতিতে আক্রমণভাগের এই দুই খেলোয়াড়ের চোটের কি আপডেট? এই নিয়ে বিশেষ আপডেট দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরান্ডো বলেছেন, "শুক্রবার অনুশীলনে দিমি খুব একটা ভাল বোধ করছিল না। তাই ওর পক্ষে আজ মাঠে নামা খুবই কঠিন ছিল। দেখা যাক ও কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মনবীরের স্ক্যান রিপোর্টে কী বেরোয়, তা দেখতে হবে। এখন আমাদের ছ-সাতজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট রয়েছে। কয়েকজনের হালকা চোটও রয়েছে।"