"মাঠে একটাই দল খেলেছে" - জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার দুরন্ত ফুটবলের কাছে হেরে যায় এটিকে মোহনবাগান। কার্লোস পেনার ট্যাকটিক্স ও স্ট্র্যাটেজির কোনও জবাব ছিল না জুয়ান ফেরান্ডোর কাছে।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে, জুয়ান ফেরান্ডো স্বীকার করলেন যে ম্যাচে গোয়ার প্রাধান্যই বেশি ছিল এবং এটিকে মোহনবাগান মাঠে দাঁড়াতেই পারেনি।
এই ম্যাচ নিয়ে জুয়ান ফেরান্ডো বলেছেন, "সত্যি বলতে গেলে, গোয়া আমাদের থেকে ভালো ফুটবল।খেলেছে। প্রথমার্ধে আমাদের পারফর্মেন্স খুব খারাপ ছিল। এটাই সত্যি। আমরা ধীরগতিতে বিল্ড আপ করছিলাম, প্রেস খুব ধীরগতিতে করছিলাম। দ্বিতীয়ার্ধে, চোটগুলির পর, পারফর্মেন্সে কোনও পরিবর্তন আসেনি। গোয়ার দ্বিতীয় গোলটি আমাদের জন্য খুব খারাপ মুহুর্ত হিসেবে দাঁড়ায়। কিন্তু এটি নিয়ে বেশি কিছু বলার নেই। আমার মনে হয় গোয়া এই খেলায় অনেক ভালো ছিল। এটাই সত্যি।"
জনি কাউকোর চোট নিয়ে ফেরান্ডো বলেছেন, "এই মুহুর্তে, আমাদের সময় লাগবে। ডাক্তাররা দেখবেন, আমরা দেখব কি পরিস্থিতি।"
এই হারের পর নিজেদের কিভাবে সামলাবেন? এর জবাবে ফেরান্ডো বলেছেন, "গুরুত্বপূর্ণ হল সব কিছুকে দূরে সরিয়ে আগামী দিনের জন্য তৈরি হওয়ার। এখন এটি অতীত। কিছু জিনিস নিয়ে কাজ অবশ্যই করতে হবে, তবে এই ফল দ্রুত ভুলতে হবে কারণ চ্যাম্পিয়নশিপের লড়াই এখনও চলছে।"
শেষে ম্যাচ থেকে পাওয়া ইতিবাচকতা নিয়ে ফেরান্ডো বলেছেন, "জানি না কোনও ইতিবাচক বিষয় আছে কিনা। হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলা সব সময় কঠিন। তবে আমি হতাশ কারণ মাঠে এদিন একটি দলই খেলেছে, আর সেটি হল এফসি গোয়া। এটাই সত্যি। গোয়া অনেক ভালো খেলেছে। আমাদের পারফর্মেন্স নিয়ে আমরা খুব হতাশ কারণ গোয়া বিল্ড আপ আর প্রেসিং অনেক ভালো করেছে।"