আক্রমণাত্মক ওড়িশা এফসির বিরুদ্ধে সতর্ক জুয়ান ফেরান্ডো, এই বিষয়টি নিয়ে চিন্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করেছে বটে, তবে এটিকে মোহনবাগানের খেলায় ছিল আগ্রাসনের ছোঁয়া। এবার সামনে লড়াকু ওড়িশা এফসি। আক্রমণে দুরন্ত ওড়িশার বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো।
ওড়িশার বিরুদ্ধে কি রণনীতি নিয়ে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড? কেমন হবে দলগঠন? এই নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দিলেন স্প্যানিশ কোচ।
ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ নিয়ে ফেরান্ডো বলেছেন, "এই পরিস্থিতিতে ম্যাচটি খুব জটিল। ওড়িশা এফসি দলটা খুব ভালো। ওরা আক্রমণগতভাবে স্পষ্ট, রক্ষণের দিক থেকেও স্পষ্ট, বেশ ইতিবাচক ফুটবল খেলে ওরা। মুম্বই ম্যাচে ওরা ২-১ এ পিছিয়ে থাকলেও নিজেদের পরিকল্পনা থেকে সরেনি, আর ম্যাচ পুরো ঘুরিয়ে নেয়। সুতরাং আমাদের ৯০ মিনিট সতর্ক থাকতে হবে।"
গত ম্যাচে ওড়িশা চার গোল দিয়েছিল মুম্বইকে। এটি নিয়ে কি চিন্তিত ফেরান্ডো? এই নিয়ে স্প্যানিশ কোচের জবাব, "ওদের দলটা খুবই প্রত্যাশাপূর্ণ। আমি জানি ওরা কেমন খেলেছে এবং শেষ দুটি গোলের ক্ষেত্রে ওদের খেলাটা একদম সঠিক ছিল। সুতরাং আমাদের সেই জিনিসগুলিকে মাথায় রাখতে হবে।"