নর্থইস্টের বিরুদ্ধে খেলায় খুশি হলেও এই ভুল তুলে ধরলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন দায়িত্ব নিয়েই ভাগ্য পাল্টালেন জুয়ান ফেরান্ডো। চার ম্যাচ জয়হীন থাকার পর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে জিতল এটিকে মোহনবাগান। আর এর জেরে বেজায় খুশি স্প্যানিশ কোচ। ম্যাচের পর একাধিক প্রশ্নের উত্তর দিলেন ফেরান্ডো।
একেবারে শেষ মুহুর্তে এটিকে মোহনবাগানের দায়িত্ব পাওয়া, সেই সময়ে কি বলেছেন দলের উদ্দেশ্যে? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "আমি ট্যাকটিক্স সম্বন্ধে কথা বলছিলাম, কিভাবে জায়গা তৈরি করতে হবে, কিভাবে তা ব্যবহার করতে হবে এবং অন্যান্য ট্যাকটিকাল বিষয় কারণ দলের সাথে কাজ করার সময় পাইনি আমি।"
হাবাসের খেলার তুলনায় নর্থইস্টের বিরুদ্ধে বেশ অন্যরকম খেলা খেলেছে এটিকে মোহনবাগান। এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "আমার কাছে, ট্যাকটিকাল বিষয়ের থেকে মানসিক বিষয়ে কথা বলা গুরুত্বপূর্ণ। এটি কঠিন হয়ে পড়েছে কারণ ওরা কোচ বদলেছে। কিন্তু অবশ্যই ওরা আমায় জানে এবং আমি কেমন হাই প্রেসিং পছন্দ করি। কিন্তু আজ কিছু ভুল হয়েছে পজেশন রাখতে গিয়ে, আক্রমণ গড়তে গিয়ে, এবং এটি আমার কাছে জরুরি ছিল খেলোয়াড়দের সাথে কথা বলা। কিন্তু আমি আশা করব দিনে দিনে আরও উন্নতি করার, ওরা আমার খেলা পছন্দ করে এবং দলের অগ্রগতিতে যেন আরও উন্নতি করে।"
দলের পারফর্মেন্স নিয়ে ফেরান্ডোর বার্তা, "প্রথম বিষয় হল এই দলের একটি ভালো পরিবেশ রয়েছে। এটিই স্বাভাবিক। দ্বিতীয়ত, আমার দিক থকে এখানে অনেক বিষয় রয়েছে। ভবিষ্যতে, আমরা দেখব দিনে দিনে খেলোয়াড়দের সাথে কি হয়। খুবই কঠিন হয় কাজ করতে, বিশেষ করে আপনার কাছে যখন সপ্তাহে একটি বা দুটি ম্যাচ থাকে আর এতে ট্যাকটিকাল সিদ্ধান্ত নিয়ে কাজ করা কঠিন হয়।"