কলকাতা লিগ জয় নিজের মাকে উৎসর্গ করলেন মার্কো জোসেফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা লিগের সুপার ৬ রাউন্ডের অপ্রতিরোধ্য মহামেডান স্পোর্টিং ক্লাব। আর সাদাকালো বাহিনীর নায়ক মার্কো জোসেফ এই লিগ জয় উৎসর্গ করেছেন তাঁর সম্প্রতি গত হওয়া মায়ের উদ্দেশ্যে।
আজ কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৯০ মিনিটে ফাসলুর গোলে ১-১ ড্র করে মহামেডান দল। যদিও ম্যাচটি তাঁরা জিততেও পারতো কিন্তু বারপোস্ট তাদের প্রতিপক্ষ হয়ে দাড়ায়।
ম্যাচ শেষে লিগ জয়ের আনন্দের মাঝে এক্সট্রা টাইম বাংলাকে জোসেফ বলেন, "লিগ জিতে আমরা খেলোয়াড়রা, সমর্থকেরা এবং কর্মকর্তারা খুবই আনন্দিত। পর পর দুই বছর কলকাতা লিগ জয় মহামেডান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
জেতা ম্যাচ ড্র হওয়ায় হতাশ নন মার্কো। জানালেন, "এটাই ফুটবল। কখনো আমরা জিতব আবার কখনো আমরা হারবো।"
আইলিগ নিয়ে দলের পরিকল্পনা সম্পর্কে জোসেফ বলেন, "আমরা আইলিগে একেক বারে একটি করে ম্যাচ নিয়েই ভাবতে চলেছি। আইলিগ শুরুর আগে সমস্ত দলই প্রস্তুতির সময় পাবে। আমরা কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে ভাল প্রস্তুতি নিয়েছি।"
ম্যাচ শেষ হতেই তিনি তাঁর মায়ের ছবি দেওয়া একটি জামা পরে নিয়েছিলেন। তিনি জানান, "আমার মা সম্প্রতি গত হয়েছেন। কলকাতা লিগ জয় আমি আমার মায়ের জন্য উৎসর্গ করলাম।"